সে দিনে আপদ আমার যাবে কেটে
পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে॥
তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে,
তারে আমার ব’লে ছলে বলে কে বলো আর রাখিবে এঁটে ॥
আমারে নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা।
আমি কি জানি নে তার অর্থ কিবা!
তারা যে জানে আমার চিত্তকোষে অমৃতরূপ আছে বসে গো—
তারেই প্রকাশ করি, আপনি মরি, তবে আমার দুঃখ মেটে॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 229] [নমুনা]
তথ্যানুসন্ধান
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত গীতালি থেকে গৃহীত। পৃষ্ঠা: ৪৬০। [নমুনা]
গীতলেখা ৩য় ভাগ (অগ্রহায়ণ ১৩২৭ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান একচত্বারিংশ (৪১ ) খণ্ডের (বৈশাখ ১৪১৩) ২৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৬-৭৮।
পত্রিকা:
আনন্দ-সঙ্গীত পত্রিকা (মাঘ-চৈত্র ১৩২৪ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ড সূত্র: রেকর্ড সূত্র পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম: ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত গীতিমাল্যে এই গানটি অন্তর্ভুক্ত
হয়েছিল।
১৩২৩ বঙ্গাব্দে প্রকাশিত
'কাব্যগ্রন্থ' নবম খণ্ডে অন্তর্ভুক্ত -গীতিমাল্য'র গান হিসেবে প্রকাশিত হয়।
১৩২৪ বঙ্গাব্দে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ
আনন্দ-সঙ্গীত পত্রিকা 'র মাঘ-চৈত্র ১৩২৪ বঙ্গাব্দ সংখ্যায়
প্রকাশিত হয়েছিল।
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতানের দ্বিতীয় খণ্ডের প্রথম
সংস্করণে অন্তর্ভুক্ত হয়।
১৩৪৮
খ্রিষ্টাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে এই গানটি
গৃহীত হয় পূজা পর্যায়ে। ১৩৮০ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের অখণ্ড সংস্করণে
পূজা পর্যায়ের ৪৯ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়।
স্বরবিতান একচত্বারিংশ
(৪১ ) খণ্ডে (বৈশাখ ১৪১৩)
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩/৩ মাত্রা ছন্দে
দাদরাতালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: বাউলাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।