বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
জীবন যখন ছিল ফুলের মতো
পাঠ ও পাঠভেদ:
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত ॥
বসন্তে সে হ’ত যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,
তবুও যে তার বাকি রইত কত ॥
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই।
হেমন্তে তার সময় হল এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে,
রসের ভারে তাই
সে অবনত
॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 229
লিখিত পাণ্ডুলিপিতে
গানটি রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- '১১ ভাদ্র
Far Oakridge, Glos,' এবং
গীতিমাল্য,
প্রথম সংস্করণ (১৩২১)-এ গানটির
স্থান ও তারিখ উল্লেখ আছে-
Far Oakridge, Glos,
England/১১
ভাদ্র'।
উল্লেখ্য, ১৩১৯ বঙ্গাব্দের ১৪ জ্যৈষ্ঠ
[২৭ মে ১৯১২ খ্রিষ্টাব্দ],
রবীন্দ্রনাথ বোম্বাই থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেন। এই বৎসরে তিনি
ইউরোপের নানা জায়গায় ঘুরে বেড়ান। এই বৎসরের
১১
ভাদ্র ১৩২০ বঙ্গাব্দ (২৭ আগষ্ট
১৯১৩) ইংল্যান্ডের
Far
Oakridge, Glos
-এ
অবস্থানকালে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৫২ বৎসর ৪ মাস বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের ৫২ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পূজা। অন্তর্মুখ ৬। পৃষ্ঠা ১০৮] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ২৫৮। উপ-বিভাগ : অন্তর্মুখ -৬।
গীতলেখা প্রথম ভাগ (১৩২৪ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ঊনচত্বারিংশ (৩৯) খণ্ডের ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৪২-৪৩। [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। স্বরলিপিটি গীতলেখা প্রথম ভাগ পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৩৯'এ গৃহীত হয়েছে।
রাগ ও তাল:
স্বরবিতান-৩৯-তে গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩ ছন্দ। অর্থাৎ 'দাদরা' হিসাবে গণ্য করা যেতে পারে।
রাগ: বেহাগ। তাল: রূপকড়া। [রবীন্দ্রসংগীতের ক্রমবিকাশ ও বিবর্তন। ডঃ দেবজ্যোতি দত্ত মজুমদার (সাহিত্যলোক, ডিসেম্বর ১৯৮৭)]
রাগ: মিশ্র বেহাগ। অঙ্গ: বাউল। তাল: রূপকড়া। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৫২
রাগ: বেহাগ। অঙ্গ: বাউল। তাল: রূপকড়া। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৯৩।
গ্রহস্বর-না। লয়-মধ্য।