সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে।
যাক-না গো সুখ জ্বলে॥
যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি—
তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে॥
যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান—
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
হার মেনেছি, মিটেছে ভয়— তোমার জয় তো আমারি জয়
ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে॥
তথ্যসন্ধান
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 229] [নমুনা]
পাঠভেদ:
পাঠভেদ
নেই।
রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের
RBVBMS 229
পাণ্ডুলিপিতে গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ আছে,
'৭ই ভাদ্র শান্তিনিকেতন'। উল্লেখ্য
১৩২১ বঙ্গাব্দের ৭ই
ভাদ্র তারিখে, রবীন্দ্রনাথ পুত্রবধূ প্রতিমা দেবীকে সাথে করে কলকাতা থেকে
শান্তিনিকেতনে আসেন।
এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ বৎসর ৪ মাস।
[৫৩
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ২১৬, উপ-বিভাগ: দুঃখ: ২৫।
প্রথম সংস্করণ [কার্তিক ১৩২১ বঙ্গাব্দ। সপ্তম গান। পৃষ্ঠা: ১১] [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী), সপ্তম গান, পৃষ্ঠা ২২৪।
স্বরবিতান চতুশ্চত্বারিংশ (৪৪) খণ্ড (চৈত্র ১৪১৩), গান সংখ্যা: ২৫, পৃষ্ঠা ৬৮-৭০। [নমুনা]
প্রকাশের
কালানুক্রম: ১৩২১ বঙ্গাব্দে
গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল
গীতালির প্রথম
সংস্করণের সাথে।
এরপর
কাব্যগ্রন্থ নবম খণ্ডের
(১৩২৩ বঙ্গাব্দ) গীতালি অংশে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
এরপর ১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এরপর ১৩৪৮
বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ দুঃখ
-এর ২৫
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড
গীতবিতানের
পূজা
পর্যায়ের ২১৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড
গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর। [স্বরলিপিটি পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৪৪’এ গৃহীত হয়েছে।]