বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বেসুর বাজে রে
পাঠ ও পাঠভেদ:
বেসুর বাজে রে,
আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে ॥
মেলে না সুর এই প্রভাতে আনন্দিত আলোর সাথে,
সবারে সে আড়াল করে, মরি লাজে রে ॥
ওরে থামা রে ঝঙ্কার।
নীরব হয়ে দেখ্ রে চেয়ে, দেখ্ রে চারি ধার।
তোরই হৃদয় ফুটে আছে মধুর হয়ে ফুলের গাছে,
নদীর ধারা ছুটছে ওই তোরই কাজে রে ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 229] [নমুনা]
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
RBVBMS
229-এ
লিখিত গানটির নিচে রচনার স্থান ও কালের উল্লেখ আছে 'শিলাইদা ১৪ই
ফাল্গুন ১৩২০'। উল্লেখ্য, ১৩২০ বঙ্গাব্দের ৫
ফাল্গুন [মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি] তারিখে রবীন্দ্রনাথ শিলাইদহে আসেন।
১০-১১ ফাল্গুন তারিখে উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়- তৎকালীন পাবনা
ইনস্টটিউশনে। ১০ ফাল্গুন সকালে শিলাইদহ থেকে নৌকায় পদ্মা পার হয়ে পাবনা যান। সঙ্গে
ছিলেন প্রমথ চৌধুরী ও মণিলাল গঙ্গোপাধ্যায়। পাবনাতে এঁরা আতিথ্য গ্রহণ করেন
শীতলাহির জমিদার যোগেন্দ্রনাথ মৈত্রের বাড়িতে।
১৪ ফাল্গুন [বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি,
১৯১৪ খ্রিষ্টাব্দ] তারিখে
রবীন্দ্রনাথ
পাবনা থেকে শিলাইদহে আসেন। এই দিনই শিলাইদহে পৌঁছে এই গানটি
রচনা করেন। এই সময়
রবীন্দ্রনাথের বয়স
ছিল ৫২ বৎসর
১০ মাস।
[৫২
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। গীতিমাল্য ৫৮। পৃষ্ঠা ৩৫৪] [নমুনা]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৪৩৮] [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ। পর্যায়: পূজা। উপবিভাগ: বিরহ ২৭। পৃষ্ঠা: ৬৭] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ [বিশ্বভারতী ১৩৮০)। পূজা ১৫৪, উপবিভাগ: বিরহ ২৭]
রেকর্ডসূত্র: রেকর্ড সূত্র পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম: ১৩২১ বঙ্গাব্দের প্রকাশিত গীতালির
প্রথম সংস্করণ-এ
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩২৩ বঙ্গাব্দে
কাব্যগ্রন্থ নবম খণ্ড-এর গীতালি অংশে গানটি অন্তর্ভুক্ত
হয়েছিল।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
-এ
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল।
এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের বিরহ
উপবিভাগের ২৭ সংখ্যক গান
হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ১৫৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ
মাসে।
সুর ও তাল:
স্বরবিতান-৩৯-এ গৃহীত স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪। ৪ মাত্রা ছন্দে
কাহারবা'
তালে নিবদ্ধ।
[কাহারবা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: ভৈরবী-রামকেলী। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৭০]।
গ্রহস্বর-ণা।
লয়-মধ্য।