বিষয়:
রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম:
যদি আমায় তুমি বাঁচাও
পাঠ
ও পাঠভেদ:
যদি আমায় তুমি বাঁচাও, তবে
তোমার নিখিল ভুবন ধন্য হবে ॥
যদি আমার মনের মলিন কালী ঘুচাও পুণ্যসলিল ঢালি
তোমার চন্দ্র সূর্য নূতন আলোয় জাগিবে জ্যোতির মহোৎসবে ॥
আজও ফোটে নি মোর শোভার কুঁড়ি,
তারি বিষাদ আছে জগত্ জুড়ি।
যদি নিশার তিমির গিয়ে টুটে আমার হৃদয় জেগে ওঠে,
তবে মুখর হবে সকল আকাশ আনন্দময় গানের রবে ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 478] [নমুনা]
পাঠভেদ: স্বরবিতান ষট্ত্রিংশ (৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩)-এর ৮১ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচের পাঠভেদ দেখানো হলো।
যদি আমার
মনের মলিন কালী
:গীতলিপি ৫, গীতবিতান ১
(ভাদ্র ১৩৪৫)
যদি আমার মলিন মনের কালী
:গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
যদি নিশার তিমির গিয়ে টুটে
:গীতলিপি
৫
যদি নিশার তিমির গিয়া টুটে
:গীতলিপি ৫
গীতবিতান (আশ্বিন ১৩৩৮ ও ভাদ্র ১৩৪৫)
আজও
ফোটে নি মোর শোভার কুঁড়ি [গীতবিতান
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)]
আজো
ফোটে নি মোর শোভার কুঁড়ি
[পাণ্ডুলিপি]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও
স্থান: ১৩১৭ বঙ্গাব্দ ১১ মাঘ [বুধবার, ২৫
জানুয়ারি ১৯১১
খ্রিষ্টাব্দ]-এ
একাশীতিতম (৮১) সাংবৎসরিক মাঘোৎসব
অনুষ্ঠিত হয়। এই মাঘোৎসব
উপলক্ষে রবীন্দ্রনাথের ২১টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে প্রাতঃকালীন
অধিবেশনে পরিবেশিত হয়েছিল ৮টি গান এবং সায়ংকালীন অধিবেশনে ১৩টি গান পরিবেশিত
হয়েছিল। এর ভিতরে এই গানটিসহ মোট ৭টি গান ছিল নতুন। এই বিচারে ধারণ করা যায়, গানটি
রবীন্দ্রনাথের তাঁর ৪৯ বৎসর
৮-৯ মাস বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের
৪৯ বৎসর
অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ)। ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'ধর্ম্মসঙ্গীত'-এর গান থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩৯৭-৩৯৮। [নমুনা: ৩৯৭, ৩৯৮]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। গান সংখ্যা ৪৮। পৃষ্ঠা: ৩৪। [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৮০। উপবিভাগ: বন্ধু ৪৮। পৃষ্ঠা: ৩৮।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১)। পৃষ্ঠা: ৯৭। [নমুনা]
স্বরবিতান ষট্ত্রিংশ (৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩) ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৪-৩৬।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
[সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
রাগ-মিশ্র রামকেলী। তাল-
দাদরা।
[স্বরবিতান ষট্ত্রিংশ
খণ্ড (ফাল্গুন ১৪১৩)]
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: কালাংড়া-ভৈরবী। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৪।
রাগ: রামকেলী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১২৯।
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।