মাঘোৎসব
একাশীতি
(৮১)
১১ মাঘ ১৩১৭ বঙ্গাব্দ [বুধবার ২৫
জানুয়ারি ১৯১১
খ্রিষ্টাব্দ]
এই মাঘোৎসব
উপলক্ষে রবীন্দ্রনাথের ২১টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে প্রাতঃকালীন
অধিবেশনে পরিবেশিত হয়েছিল ৮টি গান এবং সায়ংকালীন অধিবেশনে ১৩টি গান পরিবেশিত
হয়েছিল। নিচে গানগুলি উল্লেখ করা হলো।
১৩১৭ বঙ্গাব্দ ১১ মাঘ [বুধবার, ২৫
জানুয়ারি ১৯১১
খ্রিষ্টাব্দ]-এ অশীতিতম (৮১) সাংবৎসরিক মাঘোৎসব অনুষ্ঠিত হয়। এই মাঘোৎসব
উপলক্ষে ২২টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে প্রাতঃকালীন
অধিবেশনে পরিবেশিত হয়েছিল ৯টি গান। এর ভিতরে ৮টি গান ছিল রবীন্দ্রনাথের রচিত।
এছাড়া সায়ংকালীন অধিবেশনে ১৩টি রবীন্দ্রনাথের রচিত গান পরিবেশিত
হয়েছিল। এবারের উৎসবে পরিবেশিত রবীন্দ্রনাথের রচিত ২২টি গানের তালিকা নিচে
দেওয়া হলো।
প্রাতঃকালীন উপাসনায় পরিবেশিত ৮টি গান।
১. প্রাণের প্রাণ জাগিছে তো মারি প্রাণ [পূজা-২৭৪]
[তথ্য]
সায়ংকালীন উপাসনায় পরিবেশিত ১৩টি গান
২. ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী
[পূজা-৪৩৩] [তথ্য]
৩. দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে [পূজা-৪৮৮]
[তথ্য]
৪.জগতের আনন্দযঞ্জে আমার নিমন্ত্রণ [পূজা-৩১৭]
[তথ্য]
৫. বিশ্বসাথে যোগে যেথায় বিহারো [পূজা-৩৬৩]
[তথ্য]
৬. জীবনে যত পূজা হল না সারা [পূজা-২৯৬]
[তথ্য]
৭. যদি আমায় তুমি বাঁচাও [পূজা-৮০]
[তথ্য]
৮. উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে[পূজা-১৮৩
[তথ্য]
১. প্রথম আদি তব শক্তি
[তথ্য]
২.হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা [পূজা-৫১০]
[তথ্য]
৩. ডাকে বার বার ডাক [পূজা-৩৫৩]
[তথ্য]
৪. জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে [পূজা-২৭৫]
[তথ্য]
৫. যতবার আলো জ্বালাতে চাই [পূজা-১৬৫]
[তথ্য]
৬. তিমিরময় নিবিড় নিশা [বিচিত্র-১০১]
[তথ্য]
৭.হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ [পূজা-৮৫]
[তথ্য]
৮. প্রভু আমার প্রিয় আমার [পূজা-৬৮]
[তথ্য]
৯. সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। [পূজা-৬৫]
[তথ্য]
১০. তাই তোমার আনন্দ আমার পর [পূজা-২৯৪]
[তথ্য]
১১. দেবতা জেনে দূরে রই দাঁড়ায় [পূজা-১৫৬]
[তথ্য]
১২. যেথায় তোমার লুট হতেছে ভুবন [পূজা-৩৬২]
[তথ্য]
১৩. প্রভু, আজি তোমার দক্ষিণ হাতে রেখো না ঢাকি [পূজা-৩৬৪]
[তথ্য]