বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
ঘোর দুঃখে জাগিনু,
ঘনঘোরা 
যামিনী
পাঠ ও পাঠভেদ:
	
		ঘোর দুঃখে জাগিনু,
ঘনঘোরা 
যামিনী
একেলা হায় রে- 
তোমার আশা হারায়ে 
॥
ভোর হল নিশা,
জাগে দশ দিশা-
আছি দ্বারে 
দাঁড়ায়ে
উদয়পথপানে দুই 
বাহু বাড়ায়ে॥ 
	
	- তথ্যানুসন্ধান
	- 
	ক. রচনাকাল ও স্থান: 
	 
	
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
	
	
	
	- গ্রন্থ: 
		
		
	- 
	গীতবিতান 
	
	
- 
		গীতলিপি 
	পঞ্চম ভাগ 
	
	(মঙ্গলবার ১২ বৈশাখ ১৩১৮, ২৫ এপ্রিল ১৯১১ খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
	
- 
	
	স্বরবিতান 
ষট্ত্রিংশ(৩৬) খণ্ডের ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ২৫-২৬।
	
 [নমুনা]
 
- 
পত্রিকা:
তত্ত্ববোধিনী 
		(চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ)। বিভাস-কাওয়ালি।
 
- 
	
	পরিবেশনা: 
	১১ মাঘ ১৩১৭ বঙ্গাব্দের মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে প্রথম গীত হয়েছিল।
	
 
- 
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
	
		- 
		
		স্বরলিপি: 
- 
		স্বরলিপিকার:
		
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 
		স্বরবিতান-৩৬
- 
		সুর ও তাল:
		
		
			- 
	
 রাগ-বিভাস। তাল-ত্রিতাল 
স্বরবিতান-৩৬	
- 
			
			রাগ-বিভাস। তাল-কাওয়ালি  তত্ত্ববোধিনী
- রাগ: 
			ভূপালী। 
			তাল: ত্রিতাল।
		[রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] 
				পৃষ্ঠা: ৪৯
- রাগ:
			বিভাস (বাংলা)।
			 তাল: 
			ত্রিতাল। 
[রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: 
			৮৯।]
- 
			
গ্রহস্বর-ধা।
লয়-মধ্য।
			
- 
		
			
ব্রহ্মসঙ্গীত। 
			
- 
		খেয়ালাঙ্গ