হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা,
হে বলদাতা মহাকালরথসারথি॥
তব নামজপমালা গাঁথে রবি শশী তারা,
অনন্ত দেশ কাল জপে দিবারাতি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতলিপি ৪র্থ ভাগ ()। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
স্বরবিতান ষট্ত্রিংশ (৩৬) খণ্ড (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), গান সংখ্যা: ৩, পৃষ্ঠা ১০।
পত্রিকা:
তত্ত্ববোধিনী পত্রিকা (চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ)। গোঁড়-ঝাঁপতাল। পৃষ্ঠা ২০৩।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: রবীন্দ্রনাথের
৪৯ বৎসর ১১ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
১৩১৭ বঙ্গাব্দের মাঘোত্সবের সায়ংকালে গানটি প্রথম গীত
হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
সুর ও তাল:
রাগ : গোঁড়। তাল : ঝাঁপতাল। [তত্ত্ববোধিনী পত্রিকা (চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ)]
স্বরবিতান ষট্ত্রিংশ (৩৬) খণ্ডে (বিশ্বভারতী, ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে গোঁড় ও ঝাঁপতাল।
রাগ : গোঁড়। তাল : ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৫।
রাগ: গোঁড়। তাল: ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৭।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: ণা।
লয়: মধ্য।