বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
প্রাণের প্রাণ জাগিছে
তোমারি প্রাণে
পাঠ ও পাঠভেদ:
প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে,
অলস রে, ওরে, জাগো জাগো ॥
শোনো রে চিত্তভবনে অনাদি শঙ্খ বাজিছে-
অলস রে, ওরে, জাগো জাগো ॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনার
সুনির্দিষ্ট তারিখ জানা যায় না। ১৩১৭ বঙ্গাব্দ ১১ মাঘ [বুধবার,
২৫ জানুয়ারি ১৯১১ খ্রিষ্টাব্দ]-এ
অশীতিতম (৮১) সাংবৎসরিক মাঘোৎসব
অনুষ্ঠিত হয়। এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি-সহ মোট ৭টি নতুন গান
রচনা করেছিলেন এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৯ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের ৪৯ বৎসর অতিক্রান্ত বয়সের তালিকা]
গীতলিপি ৫ম ভাগ (১৯১১ খ্রিষ্টাব্দ, ১৩১৭ বঙ্গাব্দ) । সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ)। ললিত-আড়াঠেকা। পৃষ্ঠা ১৯৪] [নমুনা]
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম:
১৩১৭ বঙ্গাব্দ ১১ মাঘ
অশীতিতম (৮১) সাংবৎসরিক মাঘোৎসবে
পরিবেশিত হওয়ার পর,
তত্ত্ববোধিনী পত্রিকার 'চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ'
সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এরপর গানটি
গীতলিপি ৫ম ভাগে
(১৩১৭ বঙ্গাব্দ)
অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল।
এ সব
গ্রন্থাদির পরে ১৩৩৮ বঙ্গাব্দে আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
-এ
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল
'আধুনিক সংগ্রহ' বিভাগে
গীতলিপি (১৩১৭ বঙ্গাব্দ) অংশ থেকে।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ
উপবিভাগের ১১ সংখ্যক গান
হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৭৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ
প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
রাগ-ললিত। তাল-আড়াঠেকা। স্বরবিতান-৩৬
গ্রহস্বর-সা। ব্রহ্মসঙ্গীত।