বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:উড়িয়ে ধ্বজা
অভ্রভেদী রথে
পাঠ ও পাঠভেদ:
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই-যে তিনি, ওই-যে বাহির পথে ॥
আয় রে ছুটে, টানতে হবে রশি-
ঘরের কোণে রইলি কোথায় বসি !
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই ক'রে তুই নে রে কোনোমতে ॥
কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে-সব কথা ভুলতে হবে আজ।
টান্ রে দিয়ে সকল চিত্তকায়া,
টান্ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল্ রে টেনে আলোয় অন্ধকারে
নগর-গ্রামে অরণ্যে পর্বতে ॥
ওই-যে চাকা ঘুরছে রে ঝন্ঝনি,
বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি ?
রক্তে তোমার দুলছে না কি প্রাণ ?
গাইছে না মন মরণজয়ী গান ?
আকাঙ্ক্ষা তোর বন্যাবেগের মতো
ছুটছে না কি বিপুল ভবিষ্যতে ?।
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: সাধনা ও সংকল্প: ৯, পৃষ্ঠা: ৭৯-৮০। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), পূজা ১৮৩, উপ-বিভাগ : সাধনা ও সংকল্প: ৯।
প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
১৩১৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে
গীতাঞ্জলির
প্রথম সংস্করণে।
১৩১৭
বঙ্গাব্দের ১১ মাঘ
১৩১৭ বঙ্গাব্দ [বুধবার ২৫ জানুয়ারি ১৯১১ খ্রিষ্টাব্দ]
একাশীতিতম (৮১) মাঘোৎসবের
প্রাতঃকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থে গানটি স্থান পেয়েছিল, সেগুলো হলো-ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ),
এ সকল গ্রন্থাদির
পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে গানটি
প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮
বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা (উপবিভাগ:
সাধনা ও সংকল্প-
৯)।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
অখণ্ড গীতবিতানের
পূজা পর্যায়ের ১৮৩ সংখ্যক গান
হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
সুর ও তাল:
রাগ-টোড়ী ভৈরবী। তাল-কাহারবা। [স্বরবিতান ৩৭]
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।
ব্রহ্মসঙ্গীত।