বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: যখন তোমায় আঘাত করি
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড
(বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ২০৩ সংখ্যক গান। উপবিভাগ
দুঃখ ১২
যখন তোমায়
আঘাত করি তখন চিনি।
শত্রু হয়ে
দাঁড়াই যখন,
লও যে জিনি॥
এ প্রাণ যত
নিজের তরে তোমারি ধন হরণ করে
ততই শুধু তোমার
কাছে হয় সে ঋণী॥
উজিয়ে যেতে চাই
যতবার গর্বসুখে
তোমার স্রোতের
প্রবল পরশ পাই যে বুকে।
আলো যখন
আলস-ভরে নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা
জ্বালায় তোমার নিশীথিনী॥
RBVBMS
131
[নমুনা]
পাঠভেদ: পাঠভেদ নেই
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS
131-তে
লিখিত এই গানের নিচে তারিখ উল্লেখ আছে- '১লা কার্তিক/এলাহাবাদ'। গীতালির
প্রথম সংস্করণে
গানটির নিচে তারিখে লেখা ছিল- '১ কার্তিক
সন্ধ্যা / এলাহাবাদ'। উল্লেখ্য
১৩২১ বঙ্গাব্দে
আশ্বিন-কার্তিক মাসে রবীন্দ্রনাথ এলাহাবাদে ছিলেন। এই গানটি তিনি রচনা
করেছিলেন
১লা কার্তিক। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৫৩ বৎসর
৬ মাস ।
[রবীন্দ্রনাথের ৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- প্রকাশের
কালানুক্রম: গানটি প্রথম ১৩২১ বঙ্গাব্দে
প্রকাশিত হয়েছিল গীতালির অন্তর্ভুক্ত হয়ে। এরপর ১৩২৩ বঙ্গাব্দে কাব্যগ্রন্থ নবম
খণ্ডে এবং ১৩২৬ বঙ্গাব্দের মাঘ মাসে
অরূপরতনের প্রথম সংস্করণে গানের দলের গান হিসাবে গৃহীত হয়েছিল। অবশ্য
পরবর্তী সংস্করণে (১৩৪২ বঙ্গাব্দ) গানটি অরূপরতন থেকে বাদ দেওয়া হয়েছিল।
এরপর ১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান -এর দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এরপর ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত গানটি
গীতবিতান -এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের উপবিভাগ দুঃখ-এর ১২ সংখ্যক গান হিসেবে । ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড
গীতবিতানের পূজা পর্যায়ের ২০৩ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
সুধীরচন্দ্র
কর।
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(দুঃখ)।
- সুরাঙ্গ:
বাউলাঙ্গ।
- রাগ:
- তাল:
-
দাদরা।
-
স্বরবিতান দ্বিচত্বারিংশ
(৪২ , অরূপরতন) খণ্ডে গৃহীত স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে,
৩।৩ মাত্রা ছন্দে ' দাদরা '
তালে নিবদ্ধ।
- [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ।
(প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)। পৃষ্ঠা: ৭৪]।
- [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ১২৯ ]
[
দাদরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর: সা
- লয়:
অতি দ্রুত।