বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
যখন তোমায় আঘাত 
করি তখন চিনি
পাঠ 
ও পাঠভেদ: 
যখন তোমায় আঘাত করি তখন চিনি।
শত্রু হয়ে দাঁড়াই যখন, লও যে জিনি ॥
এ প্রাণ যত নিজের তরে তোমারি ধন হরণ করে
ততই শুধু তোমার কাছে হয় সে ঋণী॥
উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখে
তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে।
আলো যখন আলস-ভরে নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী ॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 131 [ [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
	 RBVBMS 
	131 -তে 
	লিখিত এই গানের নিচে তারিখ উল্লেখ আছে- '১লা কার্তিক/এলাহাবাদ'। গীতালির  
	
	
	প্রথম সংস্করণে গানটির নিচে তারিখে লেখা ছিল- 
	'১ কার্তিক 
	সন্ধ্যা/এলাহাবাদ'। 
	
	উল্লেখ্য 
	১৩২১ বঙ্গাব্দে 
	আশ্বিন-কার্তিক মাসে রবীন্দ্রনাথ এলাহাবাদে ছিলেন। এই গানটি তিনি রচনা 
	করেছিলেন 
	১লা কার্তিক। এই সময় রবীন্দ্রনাথের 
	বয়স ছিল ৫৩ বৎসর 
৬ মাস।
	
	
	   
	    
	  
	[রবীন্দ্রনাথের ৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ২০৩, উপ-বিভাগ: দুঃখ-১২।