বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে
পাঠ ও পাঠভেদ
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ২০৬ সংখ্যক গান। উপবিভাগ
দুঃখ
১৫,
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তব ?
কিসের
তরে এই আয়োজন এমন কলরবে?।
অগ্নিবাণে তূণ
যে ভরা, চরণভরে কাঁপে ধরা,
জীবনদাতা মেতেছে যে মরণ-মহোত্সবে॥
বক্ষ আমার এমন ক'রে
বিদীর্ণ যে করো
উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?
এই-যে আমার ব্যথার খনি জোগাবে ওই মুকুট-মণি—
মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে॥
- তথ্যসন্ধান
- পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 229]
[নমুনা]
- পাঠভেদ:
পাঠভেদ
নেই।
- ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 229
-তে
লিখিত এই গানের শেষে সময় ও স্থান লেখা আছে- '
সুরুল
হইতে/ শান্তিনিকেতন-পথে/
উল্লেখ্য,
১৩২১ বঙ্গাব্দের ভাদ্র মাসে
রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর সুরুলের কুঠি বাড়িতে কৃষি-গবেষণার
জন্য বসবাস শুরু করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথ প্রতিদিনই গরুর গাড়িতে সকাল
বেলায় শান্তিনিকেতন থেকে সুরুল যেতেন এবং বিকেলে ফিরে আসতেন। রবীন্দ্রনাথের
এই যাতায়াত শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল ২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত। তাঁর এই আসা-যাওয়ার ভিতরে ২০শে আশ্বিন
পর্যন্ত ৫৭টি গান রচনা করেছিলেন। এর ভিতরে এই গানটি তিনি
২৬ ভাদ্র অপরাহ্ণ [শনিবার, ১২
সেপ্টেম্বর] সুরুল থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩
বৎসর ৫ মাস।
[৫৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
নবম খণ্ড
[ইন্ডিয়ান
প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, গীতালি ৩২, পৃষ্ঠা ৪৫৪ ]
সুরুল হইতে শান্তিনিকেতন পথে
[নমুনা]
-
গীতবিতান
-
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৪৮৯- ৪৯০]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়:
পূজা, উপবিভাগ:
দুঃখ
:
১৫, পৃষ্ঠা: ৮৮]
[নমুনা]
- অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
পূজা
২০৬, উপ-বিভাগ:
দুঃখ-১৫।
- গীতালি
-
প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস, ১৩২১
বঙ্গাব্দ ।
৩২ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৮। [নমুনা]
- রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২৪০।
-
স্বরবিতান চতুশ্চত্বারিংশ
(৪৪) খণ্ডের (চৈত্র ১৪১৩) ১৬ সংখ্যক গান । পৃষ্ঠা ৪০-৪১ ।
[নমুনা]
- পত্রিকা:
-
প্রবাসী
[অগ্রহায়ণ ১৩২১বঙ্গাব্দ ।
গীতিগুচ্ছ ১২। পৃষ্ঠা: ১০৬]
[নমুনা]
-
তত্ত্ববোধিনী
[ফাল্গুন ১৮৩৬ শকাব্দ, ১৩২১
বঙ্গাব্দ। পঞ্চাশীতিতম সাম্বৎসরিক ব্রহ্মোৎসবের
প্রাতঃকালীন অধিবেশনের পঞ্চম গান। পৃষ্ঠা ১৮৮ । [নমুনা]
- প্রকাশের
কালানুক্রম: গানটি প্রথম ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল গীতালির
অন্তর্ভুক্ত হয়ে। এরপর ১৩২৩ বঙ্গাব্দে কাব্যগ্রন্থ নবম খণ্ডে অন্তর্ভুক্ত
হয়ে প্রকাশিত হয়েছিল।
এরপর ১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এরপর
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ
দুঃখ-এর ১৫ সংখ্যক গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড
গীতবিতানের
পূজা
পর্যায়ের ২০৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড
গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
সুধীরচন্দ্র কর।
স্বরলিপিটি পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৪৪-এ
গৃহীত হয়েছে।
- পর্যায়
রাগাশ্রয়ী গান
- রাগ:
-
ভৈরবী।
- [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৬২]
-
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১০৮]
[ভৈরবী রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- তাল:
-
ঝম্পক।
স্বরবিতান-৪৪-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩ । ২ মাত্রা ছন্দে
ঝম্পক তালে নিবদ্ধ
।
[ঝম্পক
তালে নিবদ্ধ গানের তালিকা]
- ঢালা।
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১০৮]
- গ্রহস্বর: রা।
- লয়: মধ্য।