বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে
পাঠ ও পাঠভেদ
   না বাঁচাবে আমায় যদি মারবে কেন তব ?
   কিসের তরে এই আয়োজন এমন কলরবে?।
অগ্নিবাণে তূণ যে ভরা,    চরণভরে কাঁপে ধরা,
   জীবনদাতা মেতেছে যে মরণ-মহোত্সবে॥
বক্ষ আমার এমন ক'রে বিদীর্ণ যে করো
   উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?
এই-যে আমার ব্যথার খনি   জোগাবে ওই মুকুট-মণি—
    মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে॥