গীতবিতানের প্রথম খণ্ড
দ্বিতীয়
সংস্করণ (১৩৪৮)
রবীন্দ্রনাথের রচিত সকল গানের বাণী অংশের সঙ্কলিত গ্রন্থ
গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণ ।
এই গ্রন্থটি প্রকাশের আগে রবীন্দ্রনাথের গানগুলো
তত্ত্ববোধনী,
ভারতী'র মতো
বিভিন্ন পত্রিকায়, জ্যোতিরিন্দ্রনাথের নাটকে এবং
স্বতন্ত্র কিছু সংকলনে ছড়িয়ে ছিটিয়ে ছিল
রবীন্দ্রনাথের গানের সম্পূর্ণ সংগ্রহ প্রচারের উদ্দেশ্যে,
গীতবিতান
নামক একটি 'সঙ্গীতসঙ্কলন' প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।
এই সূত্রে ১৩৩৮ বঙ্গাব্দে আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩১)
মাসে, বিশ্বভারতী-গ্রন্থালয় থেকে দু্ই
খণ্ডে গীতবিতান প্রকাশিত হয়।
১৩৪৫ খ্রিষ্টাব্দে এই দুটি খণ্ডের দ্বিতীয় সংস্করণ প্রকাশের
উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু এই সংস্করণে প্রচুর ভুল থাকায়, তা বাতিল করা হয়।
এই সংস্করণটি বিরল সংস্করণ নামে অভিহিত হয়ে থাকে। পরে এই
গ্রন্থের প্রথম দ্বিতীয় ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
- প্রকাশক: রায় সাহেব শ্রীজগদানন্দ রায়।
বিশ্বভারতী গ্রন্থালয়। ২১০ নং কর্নওয়ালিস স্ট্রিট। কলকাতা।
- প্রকাশকাল: মাঘ ১৩৪৮
- মূল্য ২.৫০ টাকা ও বাঁধাই ৩ টাকা
- মুদ্রণ: শান্তিনিকেতন প্রেস।
শান্তিনিকেতন (বীরভূম)। রায় সাহেব শ্রীজগদানন্দ রায় কর্তৃক মুদ্রিত।
এই সংস্করণে পাওয়া যায়- গীতবিতানের ভূমিকা'র গান এবং
রবীন্দ্রনাথ-কৃত বিষয়ভিত্তিক গানের দুটি পর্যায়- পূজা ও স্বদেশ। পূজাপর্যায়ের
গানগুলোতকে আবার উপপর্যায়ে ভাগ করা হয়েছে। সব মিলিয়ে এই সংস্করণের বিষয়-বিভাজন
হলো-
- ভূমিকা:
প্রথম যুগের উদয়দিগঙ্গনে [ভূমিকা]
[তথ্য
- পর্যায় পূজা: পূজা পর্যায়ের সকল গানকে কয়েকটি উপপর্যায়ে ভাগ করা
হয়। এই ভাগগুলো হলো- গান, বন্ধু, প্রার্থনা, বিরহ, সাধনা ও সঙ্কল্প, দুঃখ,
আশ্বাস, অন্তর্মুখে, জাগরণ, নিঃসংশয়, সাধক, উৎসব, আনন্দ, বিশ্ব, বিবিধ,
সুন্দর, বাউল, পথ, শেষ, পরিণয়।
- পর্যায় স্বদেশ
-
গীতবিতানের প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ-১৩৪৮ এর বর্ণানুক্রমিক তালিকা ও নমুনা
-
গীতবিতানের
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ-১৩৪৮ এর গানের বিষয়ভিত্তিক
তালিকা ও নমুনা