বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
 
শিরোনাম: 
বিরহ মধুর হল আজি    মধুরাতে।
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:  প্রেম (প্রেম 
বৈচিত্র্য-২৩২) পর্যায়ের ২৬২ 
সংখ্যক গান।
 
    বিরহ মধুর হল আজি    
মধুরাতে।
গভীর রাগিণী উঠে বাজি     
বেদনাতে॥
            
ভরি দিয়া পূর্ণিমানিশা    অধীর অদর্শনতৃষা
                
কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে॥
    সুদূরের সুগন্ধধারা  
বায়ুভরে
পরানে আমার পথহারা  ঘুরে মরে।
                
কার বাণী কোন্ সুরে তালে  মর্মরে পল্লবজালে,
                    
বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে॥
 
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ: 
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি 
	Ms. 478-এ 
	গানটি পাওয়া যায়। 
- 
	
	
	পাঠভেদ: 
- 
	তথ্যানুসন্ধান
		- ক. রচনাকাল ও স্থান: 
		১৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাসে রবীন্দ্রনাথ তাঁর 'রাজা' নাটক শেষ করেন। 
		ধারণা করা হয়, রাজা নাটকের জন্য এই গানটি আগেই রচনা করেছিলেন। গানটি 
		প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 
		৪৯ বৎসর ৭ মাস। 
 
- খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		
 পৃষ্ঠা ৬১-৬২]  
				
	  [নমুনা]
- 
				
				গান (ইন্ডিয়ান পাবলিশিং 
				হাউস, ১৩২১) 
- 
				
				গীতবিতান 
					- 
					
					দ্বিতীয় খণ্ড, প্রথম 
					সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮) 
- 
					
					দ্বিতীয় খণ্ড, 
					দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮) 
- 
					
					অখণ্ড সংস্করণ, 
					তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 
					প্রেম (প্রেম 
বৈচিত্র্য-২৩২)
					পর্যায়ের ২৬২ 
সংখ্যক গান। 
 
- 
				
গীতলিপি পঞ্চম খণ্ড। 
। সুরেন্দ্রনাথ 
বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। 
- 
				
রাজা (পৌষ ১৩১৭ বঙ্গাব্দ), 
				বালকের গান। [রবীন্দ্ররচনাবলী দশম খণ্ড (বিশ্বভারতী), বৈশাখ ১৩৯৩ 
				বঙ্গাব্দ] 
- 
				স্বরবিতান ষট্ত্রিংশ 
(৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩ বঙ্গাব্দ) ২৪ সংখ্যক গান। পৃষ্ঠা : ৬২-৬৩।
পত্রিকা:
				- 
 সঙ্গীতবিজ্ঞান প্রকাশিকা 
				(চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত 
				স্বরলিপি-সহ মুদ্রিত।
গ. 
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- 
			স্বরলিপিকার: 
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 
			
- সুর ও তাল: 
			
				- বেহাগ। কাওয়ালি 
				
				    
				
				স্বরবিতান ষট্ত্রিংশ 
(৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩ বঙ্গাব্দ)।
- রাগ : শাওনী বেহাগ। 
স্বরলিপিতে রাগ ও তাল "বেহাগ/কাওয়ালী" বলা হয়েছে। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৫]
- 
			রাগ: বেহাগ। 
			তাল: 
			ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। 
	সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৯]।
- 
			রাগ: বেহাগ। 
			তাল: 
কাওয়ালি। 
[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১,পৃষ্ঠা: ১২০১।
 
- গ্রহস্বর: রা।
- লয়: মধ্য।