বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তোমার কাছে শান্তি চাব না
পাঠ ও পাঠভেদ:
তোমার কাছে শান্তি চাব না,
থাক্-না আমার দুঃখ ভাবনা॥
অশান্তির এই দোলার 'পরে বোসো বোসো লীলার ভরে,
দোলা দিব এ মোর কামনা॥
নেবে নিবুক প্রদীপ বাতাসে,
ঝড়ের কেতন উড়ুক আকাশে—
বুকের কাছে ক্ষণে ক্ষণে তোমার চরণ-পরশনে
অন্ধকারে আমার সাধনা॥
তথ্যসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 229-তে লিখিত এই গানের নিচের তারিখ উল্লেখ
আছে- ' ২৬ ফাল্গুন ১৩২০/শান্তিনিকেতন'। উল্লেখ্য,
১৩২০ বঙ্গাব্দের ১৭ ফাল্গুন তারিখে, রবীন্দ্রনাথ কলকাতা থেকে শান্তিনিকতনে আসেন। ১৮
ফাল্গুন থেকে ২৯ ফাল্গুন পর্যন্ত
তিনি এই
গানটি-সহ মোট
সাতটি গান রচনা করেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৫২
বৎসর ১১ মাস।
[রবীন্দ্রনাথের
৫২ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ২১৯, উপ-বিভাগ: দুঃখ: ২৮।
প্রথম ভাগ (বৈশাখ ১৩২৪ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
দ্বিতীয় ভাগ (১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ঊনচত্বারিংশ (৩৯) খণ্ডের ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৫২-৫৩। [নমুনা]
পত্রিকা:
আনন্দসঙ্গীত
(আশ্বিন-কার্তিক
১৩২১ বঙ্গাব্দ)।
ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর। [গীতলেখা প্রথম ভাগ থেকে স্বরবিতান-৩৯-এর মূল স্বরলিপি হিসাবে গৃহীত হয়েছে।]
দিনেন্দ্রনাথ ঠাকুর। [গীতলেখা দ্বিতীয় ভাগ থেকে স্বরবিতান-৩৯'এর সুরভেদ/ছন্দোভেদ পত্রে গৃহীত হয়েছে]
ইন্দিরাদেবী। [আনন্দসঙ্গীত (আশ্বিন-কার্তিক ১৩২১ বঙ্গাব্দ) পত্রিকায় স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]