বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
এখনো ঘোর ভাঙে না তোর
পাঠ ও পাঠভেদ:
এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি—
কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস নে তুই তা কি ?
ওরে অলস, জানিস নে তুই তা কি?
জাগো এবার জাগো, বেলা কাটাস না গো ॥
কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে
ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস নে তারে ফাঁকি ॥
প্রখর রবির তাপে নাহয় শুষ্ক গগন কাঁপে,
নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি—
পিপাসাতে দিক চারি দিক ঢাকি।
মনের মাঝে চাহি দেখ্ রে আনন্দ কি নাহি।
পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তোরে ডাকি—
মধুর সুরে বাজবে তোরে ডাকি ॥
দিস্নে তারে ফাঁকি
ওরে অলস, দিস্নে তারে ফাঁকি : গীতলেখা ১ (১৩২৪)
দিস্নে তা'রে ফাঁকি : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
গীতিমাল্য
প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত এই
গানটির সাথে গানটি রচনার তারিখ ও
স্থান উল্লেখ আছে- '২৬এ চৈত্র, ১৩৩৮/শিলাইদা'। উল্লেখ্য,
১৩১৮ বঙ্গাব্দের ১১ চৈত্র বিশ্রামের
উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শিলাইদহের উদ্দেশ্যে রওনা দেন। শিলাইদহে এসে চৈত্র মাসে
রবীন্দ্রনাথ এই গানটি-সহ ৮টি গান রচনা করেন। এর ভিতরে এই গানটি রচনা
করেছিলেন-
২৭ চৈত্র [মঙ্গলবার ৯ এপ্রিল]।
গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন ৫০ বৎসর ১১ মাস অতিক্রান্ত বয়সে।
গ্রন্থ:
[রবীন্দ্রনাথের
৫০ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। গীতিমাল্য ১৮। পৃষ্ঠা ৩০৭-৩০৮] [নমুনা]
অখণ্ড গীতবিতান, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ২৬৭। উপবিভাগ: জাগরণ ৫]
গীতলেখা ১ম ভাগ
[১৩২৪ বঙ্গাব্দ। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল]
রবীন্দ্ররচনাবলী একাদশ
খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৪৮-৪৯।
সঙ্গীত-গীতাঞ্জলি [১৩৩৪ বঙ্গাব্দ, ১৯২৭ খ্রিষ্টাব্দ। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল]
স্বরবিতান ঊনচত্বারিংশ (৩৯) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা ২০-২৩। [নমুনা]
GITANJALI (Song offerings) । নোবেল পুরস্কারপ্রাপ্ত গীতাঞ্জলি (১৯১২ খ্রিষ্টাব্দ)। ৫৫ সংখ্যক গান।
Languor is upon your heart and the
slumber is still on your eyes.
Has not the word come to you that the flower is reigning
in splendour among throns? Wake, oh awaken! let not the
time pass in vain!
At the end of the stony path, in the country of virgin
solitude my friend is sitting all alone. Deceive him not. Wake, oh awaken!
What if the sky pants and trembles with the heat of the
midday sun- what if the burning sand spreads its mantle of
thirst-
Is there no joy in the deep of your heart? At every
football of yours, will not the harp of the road break
out in sweet music of pain?
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম:
১৩২১ বঙ্গাব্দের
আষাঢ় মাসে গানটি প্রথম
গীতিমাল্য
প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এরপর
যথাক্রমে
কাব্যগ্রন্থ নবম খণ্ড (১৩২৩ বঙ্গাব্দ),
গীতলেখা ১ম ভাগ
(১৩২৪ বঙ্গাব্দ) ও
সঙ্গীত-গীতাঞ্জলি
(১৩৩৪ বঙ্গাব্দ)-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
এসকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতান -এর দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণে গানটি গীতিমাল্য থেকে গৃহীত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত হয়েছিল গীতবিতানের প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের জাগরণ উপবিভাগের পঞ্চম গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ২৬৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপিটি গীতলেখা প্রথম ভাগ থেকে স্বরবিতান-৩৯'এ গৃহীত হয়েছে।]
ভীমরাও শাস্ত্রী। [সঙ্গীত-গীতাঞ্জলি। এই স্বরলিপিতে 'ওরে অলস, জানিস নে তুই তা কি' অংশ নেই।]