বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি কমলমুকুলদল
খুলিল
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ৮৫) পর্যায়ের ২৭২ সংখ্যক গান।
আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল―
মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল॥
গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে,
গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে―
নিখিলভুবনমন ভুলিল।
মন ভুলিল রে মন ভুলিল॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 478
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩১৭ বঙ্গাব্দ [৭ এপ্রিল ১৯২৩ খ্রিষ্টাব্দ]। গানটি রবীন্দ্রনাথের ৪৯ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। রাজা। ঠাকুরদার গান।
গান
ইন্ডিয়ান পাবলিশিং হাউস (১৩২১)
স্বরবিতান ষট্ত্রিংশ (৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩ বঙ্গাব্দ) ২৭ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৮-৬৯।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। মূল
গানটি নূর খাঁ-এর রচনা।
বাহার-ত্রিতাল
মনকী কমলদল খোলিয়াঁ সব বগিয়াঁ
ফুল ছব গুল ফুল গুলন গুল দাদিয়াঁ।
এরি চম্পা চামেলী মালতী বেলা জুঁই সব কচনারিয়াঁ।
গুলম কমল রজনী নাগেশ্বর বাঁধা গুল বগর জোরিয়া॥
স্বরলিপিকার:
সুর ও তাল:
স্বরবিতান ষট্ত্রিংশ (৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে মিশ্র বাহার এবং ত্রিতাল।
রাগ: মিশ্র বাহার। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
গ্রহস্বর: না।
লয়: মধ্য।