বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি
নির্ভয়নিদ্রিত ভুবনজাগে,
কে জাগে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা (জাগরণ-৬) পর্যায়ের ২৬৯ সংখ্যক গান।
আজি
নির্ভয়নিদ্রিত ভুবনজাগে,
কে জাগে ?
ঘন
সৌরভমন্থর পবনে জাগে,
কে জাগে ?।
কত নীরব
বিহঙ্গকুলায়ে
মোহন অঙ্গুলি বুলায়ে—
জাগে,
কে জাগে ?
কত অস্ফুট
পুষ্পের গোপনে জাগে কে জাগে
?
এই অপার
অম্বরপাথারে
স্তম্ভিত গম্ভীর আঁধারে—
জাগে,
কে জাগে ?
মম গভীর
অন্তরবেদনে জাগে,
কে জাগে ?
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
পাঠভেদ আছে। স্বরবিতান-৩৭'এর ৯৭ পৃষ্ঠা মুদ্রিত পাঠভেদটি
নিচে দেখানো
হলো।
ঘন সৌরভ-মন্থর পবনে : স্বরলিপি, তত্ত্ববোধিনী পত্রিকা, পৌষ ১৮৩৪ শকাব্দ
ঘন সৌরভ-মন্থন পবনে : কথার অংশ, তত্ত্ববোধিনী পত্রিকা, পৌষ ১৮৩৪ শকাব্দ।
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 478
পাণ্ডুলিপিতে গানটির রচনার স্থান ও সময় উল্লেখ আছে- 'শিলাইদা/অগ্রহায়ণ/১৩১৭'।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৯ বৎসর ৭ মাস।
[রবীন্দ্রনাথের ৪৯ বৎসর অতিক্রান্ত বয়সের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ দশম খণ্ড [[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ, ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা ২১১] [নমুনা]
অখণ্ড গীতবিতান, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ২৬৯। উপবিভাগ: জাগরণ ৬]
স্বরবিতান সপ্তত্রিংশ (৩৭) খণ্ডের প্রথম গান। বেহাগ। কাওয়ালি। পৃষ্ঠা ৫-৬। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (পৌষ ১৩১৯ বঙ্গাব্দ)। বেহাগ-কাওয়ালি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল। পৃষ্ঠা ২২৭-২২৮। [নমুনা]
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকা 'পৌষ ১৩১৯ বঙ্গাব্দ সংখ্যায়। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ), কাব্যগ্রন্থ দশম খণ্ড (১৩২৩ বঙ্গাব্দ) ও গীতিচর্চ্চা (১৩৩২ বঙ্গাব্দ)।
এসকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতান -এর দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণে গানটি ধর্ম্মসঙ্গীত থেকে গৃহীত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত হয়েছিল গীতবিতানের প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের জাগরণ উপবিভাগের ষষ্ঠ গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ২৬৯ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
সুর ও তাল:
রাগ-বেহাগ। তাল-কাওয়ালি। [স্বরবিতান-৩৭]
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।