বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বড়ো আশা
ক’রে এসেছি গো,
পাঠ ও পাঠভেদ:
বড়ো আশা ক’রে এসেছি গো, কাছে ডেকে লও,
ফিরায়ো না জননী॥
দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি-যে কিছু চাহি নে, চরণতলে বসে থাকিব।
আর আমি-যে কিছু চাহি নে, জননী ব’লে শুধু ডাকিব।
তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াব-
ওই-যে হেরি তমসঘনঘোরা গহন রজনী॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী কর্নাটি ঝিঁঝিট-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৪৫৩] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কর্নাটি ঝিঁঝিট-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩০৩। [নমুনা: ৩০৩]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩৯-১৪০] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা: ১০।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৫৩। রাগিণী কর্নাটী ঝিঁঝিট-তাল কাওয়ালী। পৃষ্ঠা: ১৪১-১৪২। [নমুনা: ১৪১, ১৪২]
স্বরবিতান অষ্টম
(৮) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা : ২৮-২৯।
পত্রিকা:
পরিবেশনা:
এই গানটি
১১ই মাঘ ১২৮৯ বঙ্গাব্দ
[মঙ্গলবার, ২৩ জানুয়ারি ১৮৮৩ খ্রিষ্টাব্দ]।
তারিখে অনুষ্ঠিত
ত্রিপঞ্চাশ (৫৩) মাঘোৎসবের
সায়ংকালীন অধিবেশনে গীত
হয়েছিল।
সুর ও তাল:
রাগ: কর্ণাটকী ঝিঁঝিট। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৭