মাঘোৎসব
ত্রিপঞ্চাশ
(৫৩)
মঙ্গলবার, ১১মাঘ ১২৮৯ বঙ্গাব্দ [২৩ জানুয়ারি ১৮৮৩ খ্রিষ্টাব্দ]।
এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ চারটি ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন। এর মধ্যে আদি ব্রাহ্মসমাজ-মন্দিরে অনুষ্ঠিত সকালের উপাসনায় দুটি এবং মহর্ষি-ভবনে অনুষ্ঠিত সন্ধ্যার অনুষ্ঠানে দুটি গান গীত হয়েছিল। এই গান চারটি হলো–
প্রাতঃকালীন অধিবেশন
১. দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব [পূজা ও প্রার্থনা-৮] [তথ্য]
২. কী করিলি মোহের ছলনে। [পূজা ও প্রার্থনা-৭] [তথ্য]
সায়ংকালীন অধিবেশন
বড়ো আশা ক’রে এসেছি গো [পূজা ও প্রার্থনা-১০] [তথ্য]
আজি শুভদিনে পিতার ভবনে [পূজা ও প্রার্থনা-৯] [তথ্য]
সূত্র:
রবিজীবনী। দ্বি'তীয় খণ্ড। প্রশান্তকুমার পাল। আনন্দ পাবলিশার্স, কলিকাতা। ১৩৯১,
২২ শ্রাবণ। পৃষ্ঠা: ১৬৩।