বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
কী করিলি মোহের ছলনে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা ও প্রার্থনা: ৭।
কী
করিলি মোহের ছলনে।
গৃহ
তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি, পথ হারাইলি গহনে॥
ওই সময় চলে গেল, আঁধার হয়ে এল,
মেঘ ছাইল গগনে।
শ্রান্ত দেহ আর চলিতে চাহে না,
বিঁধিছে কণ্টক চরণে॥
গৃহে
ফিরে যেতে প্রাণ কাঁদিছে,
এখন ফিরিব কেমনে।
'পথ
বলে দাও' 'পথ বলে দাও' কে জানে কারে ডাকি সঘনে॥
বন্ধু
যাহারা ছিল সকলে চলে গেল, কে আর রহিল
এ বনে।
ওরে, জগতসখা আছে, যা রে তাঁর কাছে,
বেলা যে যায় মিছে রোদনে॥
দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে, আয় রে ধরি তাঁর চরণে।
পথের
ধূলি লেগে অন্ধ আঁখি মোর, মায়েরে দেখেও দেখিলি নে।
কোথা গো কোথা তুমি জননী, কোথা তুমি,
ডাকিছ কোথা হতে এ জনে।
হাতে
ধরিয়ে সাথে লয়ে চলো তোমার অমৃতভবনে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি (মালতি
পুঁথি
Ms.N 231)
-তে গানটি পাওয়া যায়। [নমুনা]
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১১ই মাঘ ১২৮৯ বঙ্গাব্দ [মঙ্গলবার, ২৩ জানুয়ারি ১৮৮৩ খ্রিষ্টাব্দ]-এ
অনুষ্ঠিত
ত্রিপঞ্চাশ (৫৩) মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে গীত
হয়েছিল। ধারণা করা হয়, এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ২১ বৎসর।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
ব্রহ্মসঙ্গীত।
ভজন- তাল
ঠুংরি]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (৮
বৈশাখ ১৩০০
বঙ্গাব্দ)
-
গীতবিতান
-
প্রথম খণ্ড,
প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
১৩৩-১৩৪]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ও
প্রার্থনা ৭।
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং
হাউস, ১৩২১]। গান।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবিচ্ছায়া
(সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৪৬। ভজন- তাল
ঠুংরি। পৃষ্ঠা: ১৩৭-১৩৮।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত।
ভজন- তাল ঠুংরি। গান সংখ্যা ২৯৫। পৃষ্ঠা: ১০২৯
[নমুনা]
-
স্বরবিতান অষ্টম (৮)
খণ্ডের (মাঘ
১৪১৫) পঞ্চম গান। ভজন। ত্রিতাল পৃষ্ঠা: ১২-১৫
[নমুনা]
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১২৮৯ বঙ্গাব্দ]।
পরিবেশনা: এই গানটি
১১ই মাঘ ১২৮৯ বঙ্গাব্দ [মঙ্গলবার, ২৩ জানুয়ারি ১৮৮৩ খ্রিষ্টাব্দ]-এ
অনুষ্ঠিত
ত্রিপঞ্চাশ (৫৩) মাঘোৎসবের প্রাতঃকালীন
অধিবেশনে গীত
হয়েছিল। ধারণা করা হয়, এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। এটি জ্ঞানদাসের একটি ভজন।
মূল গান:
[শ্রবণ
নমুনা। অজয় চক্রবর্তী]
ভজন। ত্রিতাল
(মতান্তরে ঠুংরি)
অব দিন থোড়ি রহি রহনা।
অজহুঁ সম্হারো, মনকো বারো
করো নাম কি রটনা॥
পুরব সুকৃত দৃষ্কৃত অনুসারে
সুখ দুখ অব সব সহনা,
বৃথা শোচ কছু কাম ন আওয়ে
ভোগ বিনা নাহি মিট্না॥
যব তুম আও গরভ বাস মে
দুখ তঁয় বহুত বখানা
অব পড়ত ভূমি পর ভুল গরোরে
খেল মেল মে মিল্ না॥
সফল জনম ধন-ধন্ধা ধায়ো
করো তন সুখ আপনা
সোহি দেহ অব শিথিল হোতি হ্যায়
নিতি নিতি হোতি হ্যায় ভগনা॥
ওয়া দিনকো সব নিকট সমঝনা
তোড় ছোড় সব ছলনা
জ্ঞানদাস সুন্দর মুরখ হ্যায়
কহনা হ্যায় নহি করনা॥
-
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫ বঙ্গাব্দ)]
-
সুর ও তাল:
- 'ভজন।
ত্রিতাল'।
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের (মাঘ
১৪১৫)]
[নমুনা]
- ভজন-ঠুংরি [মালতী
পুঁথি 73/৩৮ক]
-
রাগ: যোগিয়া। অঙ্গ: ভজন। তাল: ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]
-
অঙ্গ: ভজন। তাল: একতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮১।]
- বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত
- সুরাঙ্গ: ভজনাঙ্গ।
- গ্রহস্বর: সা