বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,

পাঠ ও পাঠভেদ:

                       ৯

আজি শুভদিনে পিতার ভবনে  অমৃতসদনে চলো যাই,

            চলো চলো, চলো ভাই

না জানি সেথা কত সুখ মিলিবে            আনন্দের নিকেতনে-

            চলো চলো, চলো যাই

মহোৎসবে ত্রিভুবন মাতিল,    কী আনন্দ উথলিল-

            চলো চলো, চলো ভাই

দেবলোকে উঠিয়াছে জয়গান  গাহো সবে একতান-

            বলো সবে জয়-জয়