বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আজি
শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
পাঠ ও পাঠভেদ:
৯
আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
চলো চলো, চলো ভাই॥
না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে-
চলো চলো, চলো যাই॥
মহোৎসবে ত্রিভুবন মাতিল, কী আনন্দ উথলিল-
চলো চলো, চলো ভাই॥
দেবলোকে উঠিয়াছে জয়গান গাহো সবে একতান-
বলো সবে জয়-জয়॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।রাগিণী কর্ণাটী খাম্বাজ-তাল ফেরতা। পৃষ্ঠা: ৪৪৮] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কর্ণাটী খাম্বাজ-তাল ফেরতা। পৃষ্ঠা: ২৬৪। [নমুনা: ২৬৪]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮), কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১২৯] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা: ৯।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৬৩। রাগিণী কর্ণাটী খাম্বাজ-তাল ফেরতা। পৃষ্ঠা: ১৪৭-১৪৮। [নমুনা: ১৪৭, ১৪৮]
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের তৃতীয় গান। পৃষ্ঠা : ৯-১০
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৮৯)।
কর্ণাটী
খাম্বাজ-তাল ফেরতা। পৃষ্ঠা: ২০৬।
পরিবেশনা:
এই গানটি
১১ই মাঘ ১২৮৯ বঙ্গাব্দ [মঙ্গলবার, ২৩ জানুয়ারি ১৮৮৩ খ্রিষ্টাব্দ]।
তারিখে অনুষ্ঠিত
ত্রিপঞ্চাশ (৫৩) মাঘোৎসবের
সায়ংকালীন অধিবেশনে গীত
হয়েছিল।
সুর ও তাল:
রাগ: কর্ণাটি খাম্বাজ। তাল: একতাল-ত্রিতাল। [ [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৭]।