বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আজি
শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: পূজা ও প্রার্থনা': ৯
আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
চলো
চলো, চলো ভাই॥
না জানি সেথা কত সুখ মিলিবে
আনন্দের নিকেতনে-
চলো চলো, চলো যাই॥
মহোৎসবে ত্রিভুবন মাতিল, কী আনন্দ উথলিল-
চলো
চলো, চলো ভাই॥
দেবলোকে উঠিয়াছে জয়গান গাহো সবে একতান-
বলো সবে জয়-জয়॥
-
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী
কর্ণাটী খাম্বাজ-তাল ফেরতা।
পৃষ্ঠা: ৪৪৮]
[নমুনা]
- গান
-
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি,
১৩১৫ বঙ্গাব্দ] ব্রহ্মসঙ্গীত। রাগিণী কর্ণাটী খাম্বাজ-তাল ফেরতা। পৃষ্ঠা: ২৩২
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)]। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কর্ণাটী
খাম্বাজ-তাল ফেরতা। পৃষ্ঠা: ২৬৪।
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০
বঙ্গাব্দ] রাগিণী কর্ণাটী খাম্বাজ-তাল ফেরতা।
পৃষ্ঠা: ২৮৪-২৮৫ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮),
কাব্য-গ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১২৯]
[নমুনা]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা: ৯।
-
রবিচ্ছায়া [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২]। ব্রহ্মসঙ্গীত ৬৩।
রাগিণী
কর্ণাটী খাম্বাজ-তাল ফেরতা।
পৃষ্ঠা: ১৪৭-১৪৮।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কর্ণাটী
খাম্বাজ-তাল ফেরতা।
গান সংখ্যা ২৮৩।
পৃষ্ঠা: ১০২৭
[নমুনা]
-
স্বরবিতান পঞ্চচত্বারিংশ
(৪৫) খণ্ডের তৃতীয় গান। পৃষ্ঠা : ৯-১০
[নমুনা]
- পত্রিকা:
- তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৮৯)। কর্ণাটী খাম্বাজ-তাল ফেরতা। পৃষ্ঠা: ২০৬।
-
পরিবেশনা:
এই গানটি
১১ই মাঘ ১২৮৯ বঙ্গাব্দ [মঙ্গলবার, ২৩ জানুয়ারি ১৮৮৩ খ্রিষ্টাব্দ]।
তারিখে অনুষ্ঠিত
ত্রিপঞ্চাশ (৫৩) মাঘোৎসবের
সায়ংকালীন অধিবেশনে গীত
হয়েছিল।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। এর মূল গানটি ছিল
কর্ণাটকী'। গানটি সংগ্রহ
করেছিলেন ইন্দিরা দেবী।
মূল গান
পূর্ণচন্দ্রাননে চিন্মন হরণে
মন্মথ মোহনে মোহিনী
নাকলোক কলোলিনে
আশাভঙ্গ মরণ বিতরণ
পঞ্চবাণ নামে যানে। নাকলোকই:
সা সা সা সা, নি সা রে সা নিধা পা
সা নি ধা পা মা গা রে সা
সা পা ধা পা সা নি ধা পা॥
-
সুর ও তাল:
-
রাগ:
কর্ণাটি খাম্বাজ।
তাল:
একতাল-ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৭]।
-
রাগ: কানাড়া। তাল:
একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫১]