বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
প্রভু,
তোমা লাগি আঁখি জাগে
পাঠ ও পাঠভেদ:
প্রভু, তোমা লাগি আঁখি জাগে;
দেখা নাই পাই
পথ চাই,
সেও মনে ভালো লাগে ॥
ধুলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে
তোমারি করুণা মাগে;
কৃপা নাই পাই
শুধু চাই,
সেও মনে ভালো লাগে ॥
আজি এ জগতমাঝে কত সুখে কত কাজে
চলে গেল সবে আগে;
সাথি নাই পাই
তোমায় চাই,
সেও মনে ভালো লাগে।
চারি দিকে সুধা-ভরা ব্যাকুল শ্যামল ধরা
কাঁদায় রে অনুরাগে ;
দেখা নাই পাই
ব্যথা পাই.
সেও মনে ভালো লাগে ॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 478 [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 478
পাণ্ডুলিপিতে লিখিত এই গানের নিচে তারিখ ও সময় উল্লেখ আছে-
'১৪/ ভাদ্র/রাত্রি'।
৩০শে শ্রাবণ, রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে কলকাতায় ফিরে আসেন। ৭ই ভাদ্র
[সোমবার, ২৩ আগষ্ট ১৯০৯] তিনি
কলকাতা থেকে শান্তিনিকেতনে আসেন এবং ১৮শে ভাদ্র পর্যন্ত
শান্তিনিকেতনে কাটান। এই সময় তিনি ১৮টি গান রচনা করেন। এর ভিতরে ১৪ই ভাদ্র
রাত্রি বেলায় এই গানটি রচনা করেছিলেন। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল
৪৭ বৎসর ৪ মাস।
[রবীন্দ্রনাথের
৪৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ।
বেহাগ।
পৃষ্ঠা: ৩৯৯-৪০০। [নমুনা:
৩৯৯,
৪০০]
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ১৩৮। উপবিভাগ: বিরহ ১১।
গীতলিপি দ্বিতীয় ভাগ ((৬ আষাঢ় ১৩১৭ বঙ্গাব্দ, ২০ জুন ১৯১০ খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গীতি-চর্চ্চা (বিশ্বভারতী, পৌষ ১৩৩২), পৃষ্ঠা: ৬৯-৭০। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রিষ্টাব্দ, ১৩৩৪ বঙ্গাব্দ)। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান অষ্টাত্রিংশ (৩৮) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা ২১-২৩। [নমুনা]
রেকর্ডসূত্র:
রেকর্ডসূত্র নাই।
প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩১৬
বঙ্গাব্দে প্রকাশিত গান নামক
গ্রন্থের
দ্বিতীয় সংস্করণে।
এরপর যে গ্রন্থে গানটি স্থান পেয়েছিল, সেগুলো
হলো-
গীতলিপি
দ্বিতীয় ভাগ (১৩১৭),
গীতাঞ্জলি
প্রথম সংস্করণ
(১৩১৭),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩২৩),
সঙ্গীত-গীতাঞ্জলি
(১৩৩৪)
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
- গানটি প্রথম অন্তর্ভুক্ত
হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের বিরহ উপবিভাগের
১১ সংখ্যক গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১৩৮ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। এই সংস্করণে
পূজা,
পর্যায়ের বিরহ উপবিভাগের
১১ সংখ্যক গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১৩৮ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায় [গীতলিপি-দ্বিতীয় ভাগ থেকে স্বরবিতান-৩৮-এ গৃহীত হয়েছে]
[সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়
-কৃত স্বরলিপির তালিকা]
ভীমরাও শাস্ত্রী। সঙ্গীত-গীতাঞ্জলি
সুর ও তাল:
রাগ-মিশ্র বেহাগ। তাল-কাওয়ালি। স্বরবিতান-৩৮
রাগ: বেহাগ। তাল: কাওয়ালি [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১৩ ]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।