বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
সুখহীন
নিশিদিন পরাধীন
হয়ে ভ্রমিছ দীনপ্রাণে
সুখহীন
নিশিদিন
পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে।
সতত হায় ভাবনা
শত শত,
নিয়ত ভীত পীড়িত-
শির নত কত
অপমানে ॥
জানো না রে
অধ-উর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে
নিত্য রাজে সেই অভয়-আশ্রয়।
তোলো
আনত
শির,
ত্যজো রে ভয়ভার,
সতত সরলচিতে
চাহো তাঁরি প্রেমমুখপানে
॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১৩০৬
বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার,
২৪
জানুয়ারি
১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের
অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও
সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত
হয়েছিল। এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি
২২টি গান এই উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে
পরিবেশিত হয়েছিল। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- কাব্যগ্রন্থ,
-
অষ্টম খণ্ড
[মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। রাগিণী গৌড় মল্লার-তাল
কাওয়ালি। পৃষ্ঠা: ২৯৩।
[নমুনা]
-
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩
বঙ্গাব্দ। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা: ২৯৩-২৯৪।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি,
১৩১৫ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী গৌড় মল্লার-তাল
কাওয়ালি।
পৃষ্ঠা:
৩৩৪] [নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ
ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী গৌড় মল্লার-তাল
কাওয়ালি। পৃষ্ঠা:
৩২৮। [নমুনা:
৩২৮]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৪৩]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী,মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ। পূজা,
বিবিধ
৬৭ । ১৭৩]
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ৪৩৯। উপ-বিভাগ :
বিবিধ-৬৭।
- ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৭৮]
[নমুনা]
-
স্বরবিতান
অষ্টম (৮) খণ্ডের ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৭।
[নমুনা]
- পত্রিকা: তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৩০৬ বঙ্গাব্দ)। গৌড় মল্লার-কাওয়ালি। পৃষ্ঠা: ১৮৭। [নমুনা]
-
রেকর্ডসূত্র:
-
প্রকাশের কালানুক্রম:
- গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা
গান। মূলগানটি মনরঙ্গ-এর রচিত।
[শ্রবণ
নমুনা।
প্রসূন বন্দ্যোপাধ্যায়]
মূল গান :নট
মল্লার । ত্রিতাল।
দারা দীম দারা
দীম দারা দীম দারা তদারে
দানি দানি
তানা নাদের দের্
তোম তানানা তানা
তোম্দের তদারে
দানি তদানি
তাতাদানি দানি দানি দানি
॥
অবরো বাদো
মহো খুরশিদো ফলক দরং কারন্দ
তা তা
নানে বকফ্
অরী ও বগফলত্ ন খুরী
॥
-মনরঙ্গ
সঙ্গীত-মজ্ঞরী
সূত্র:
রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা-৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৯২-৯৩।
-
স্বরলিপি:
[নমুনা]
-
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী।
-
সুর ও তাল:
-
স্বরবিতান
অষ্টম
খণ্ডে (বিশ্বভারতী,
) গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে
নটমল্লার ও কাওয়ালি।
-
রাগ: নটমল্লার-তারানা। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর
২০০৬],
পৃষ্ঠা: ৮১।
- রাগ: নটমল্লার। তাল: কাওয়ালি।
[রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪১।
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ: তারানা-ভাঙা
গান।
-
গ্রহস্বর: সা।
-
লয়: মধ্য।