বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: কী সুর বাজে আমার প্রাণে
পাঠ ও পাঠভেদ:

কী সুর বাজে আমার প্রাণে    আমিই জানি, মনই জানে ॥
    কিসের লাগি সদাই জানি,  কাহার কাছে কী ধন মাগি —
            তাকাই কেন পথের পানে ॥
দ্বারের পাশে প্রভাত আসে,  সন্ধ্যা নামে বনের বাসে।
    সকাল-সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে —
            বাজায় কে যে কিসের তানে ॥