পাঠভেদ:
কী সুর বাজে আমার প্রাণে
সন্ধ্যা নামে বনের বাসে
: গান (১৯০৯)
গীতলিপি ৬
সন্ধ্যা নামে বনের বামে
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
সকাল-সাঁঝে বাঁশি বাজে
: গীতলিপি ৬
সকাল-সাঁঝে বংশী বাজে
: গান (১৯০৯)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
RBVBMS
426 (ii)
-তে গানটির রচনাকালের উল্লেখ আছে-
শুক্রবার/ ২৩শে আষাঢ়/১৩১১'। উল্লেখ্য, এই সময় রবীন্দ্রনাথ
মজঃফরপুরে ছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
রবীন্দ্রনাথের
৪৩ বৎসর ২ মাস।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২২০]
[নমুনা]