বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কী সুর বাজে আমার প্রাণে
পাঠ ও পাঠভেদ:
কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে॥
কিসের লাগি সদাই জানি, কাহার কাছে কী ধন মাগি—
তাকাই কেন পথের পানে॥
দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে।
সকাল-সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে—
বাজায় কে যে কিসের তানে॥
পাণ্ডুলিপির
পাঠ: [RBVBMS
426 (ii)]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
পাঠভেদ:
কী সুর বাজে আমার প্রাণে
সন্ধ্যা নামে বনের বাসে
: গান (১৯০৯)
গীতলিপি ৬
সন্ধ্যা নামে বনের বামে
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
সকাল-সাঁঝে বাঁশি বাজে
: গীতলিপি ৬
সকাল-সাঁঝে বংশী বাজে
: গান (১৯০৯)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
RBVBMS
426 (ii)-
তে গানটির রচনাকালের উল্লেখ আছে-
শুক্রবার/ ২৩শে আষাঢ়/১৩১১'। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
রবীন্দ্রনাথের
৪৩ বৎসর ২ মাস।
উল্লেখ্য, এই সময় রবীন্দ্রনাথ
মজঃফরপুরে ছিলেন।
কাব্য-গ্রন্থ , অষ্টমভাগ ( মজুমদার লাইব্রেরি। ১৩১০ বঙ্গাব্দ)।
কাব্য-গ্রন্থ , দশমভাগ ( ইন্ডিয়ান প্রেস। ১৩২৩ বঙ্গাব্দ)।
গান
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। পিলু। পৃষ্ঠা: ৩৭১-৭২।] [নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
ইন্ডিয়ান
প্রেস
(১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত।
পিলু। পৃষ্ঠা: ৩৪৮ [নমুনা
৩৪৮]
গীতবিতান
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম ২৯৭ । উপ-বিভাগ: প্রেম বৈচিত্র্য-২৭০।