বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
এমন আর কতদিন 
চলে যাবে রে!
পাঠ ও পাঠভেদ:
এমন আর কতদিন চলে যাবে রে!
জীবনের ভার বহিব কত! হায় হায়!
যে আশা মনে ছিল, সকলই ফুরাইল-
কিছু হল না জীবনে।
জীবন ফুরায়ে এল। হায় হায়॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
			খ. 
			
			প্রকাশ ও 
	গ্রন্থভুক্তি: 
			
			 
				গ্রন্থ: 
			 
				
কাব্যগ্রন্থাবলী 
				
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
				
				
				গান। সরফর্দা-কাওয়ালি। 
				
				
				
				
				
				পৃষ্ঠা: ৪৪৩]
				[নমুনা] 
				
				
				রবিচ্ছায়া
				 [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। 
				বিবিধ ৭৩। সরফর্দা-কাওয়ালি। পৃষ্ঠা: ৬৪]  [নমুনা]