বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
নিশার স্বপন ছুটল রে,
এই ছুটল রে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ। পূজা ২৭১।
জাগরণ-৮
নিশার স্বপন ছুটল রে,
এই ছুটল রে, টুটুল বাঁধন টুটল রে
॥
রইল না আর আড়াল
প্রাণে,
বেরিয়ে এলেম জগত্-পানে-
হৃদয়শতদলের সকল দলগুলি এই
ফুটল রে এই ফুটল রে
॥
দুয়ার আমার ভেঙে
শেষে
দাঁড়ালে যেই আপনি এসে
নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে।
আকাশ হতে প্রভাত-আলো
আমার পানে হাত বাড়ালো,
ভাঙা
কারার দ্বারে আমার জয়ধ্বনি
উঠল রে এই উঠল রে
॥
RBVBMS 478
[নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
RBVBMS 478
পাণ্ডুলিপিতে লিখিত গানটির নিচে তারিখ উল্লেখ আছে '১৮ই ভাদ্র'। ১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত গীতাঞ্জলি প্রথম সংস্করণে গানটির তারিখ উল্লেখ আছে-'১৮ ভাদ্র ১৩১৬'। উল্লেখ্য, ১৩১৬ বঙ্গাব্দের ৭ই ভাদ্র [সোমবার, ২৩ আগষ্ট ১৯০৯] রবীন্দ্রনাথ কলকাতা থেকে শান্তিনিকেতনে আসেন এবং ১৮শে ভাদ্র পর্যন্ত শান্তিনিকেতনে কাটান। এই সময় তিনি এই গানটি-সহ মোট ১৮টি গান রচনা করেছিলেন। এর ভিতরে এই গানটি রচনা করেছিলেন ১৮ই ভাদ্র। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৮ বৎসর ৪ মাস।
[রবীন্দ্রনাথের ৪৮ বৎসর অতিক্রান্ত বয়সের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ),
গীতাঞ্জলি
৩১,
পৃষ্ঠা ৩১৬]
[নমুনা]
-
গান
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। ভৈরবী, ঠুংরি।
পৃষ্ঠা:
৩৭৩] [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, গীতাঞ্জলি
(১৩১৭ বঙ্গাব্দ) অংশ থেকে গৃহীত হয়েছিল।
পৃষ্ঠা: ৩৫০-৩৫১।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[[বিশ্বভারতী,
মাঘ ১৩৪৮, পর্যায়:
পূজা, উপবিভাগ:
জাগরণ
৮, পৃষ্ঠা: ১১৩]
[নমুনা]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ২৭১। উপবিভাগ:
জাগরণ
৮।
-
গীতলিপি ২য় ভাগ
[৬
আষাঢ় ১৩১৭ বঙ্গাব্দ ,
২০
জুন ১৯১০
খ্রিষ্টাব্দ)।
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত
স্বরলিপি-সহ
মুদ্রিত
হয়েছিল]
-
গীতাঞ্জলি
-
প্রথম সংস্করণ
[২০
ভাদ্র, ১৩১৭ বঙ্গাব্দ। ৩৮ সংখ্যক গান।
পৃষ্ঠা ৪৫] [নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী
একাদশ খণ্ড (বিশ্বভারতী)।
পৃষ্ঠা ৩১<-৩২।
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
[ফাল্গুন ১৮১৬
শকাব্দ,
১৩১৬
বঙ্গাব্দ।
টোড়ি
ভৈরবী-দাদরা।
পৃষ্ঠা ১৭২]
[নমুনা]
রেকর্ডসূ্ত্র
:
১৯২৬ থেকে ১৯৩৫
খ্রিষ্টাব্দের ভিতরে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানের একটি
রেকর্ড প্রকাশিত হয়েছিল। শিল্পী ছিলেন বীণা চক্রবর্তী। রেকর্ড নম্বর
P8726
।
প্রকাশের কালানুক্রম:
১৩১৬ বঙ্গাব্দের ১১ই মাঘ [২৪ জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ] অনুষ্ঠিত ৮০তম মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে গানটি পরিবেশিত হয়েছিল। এই সূত্রে গানটি তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- গান দ্বিতীয় সংস্করণ (১৩১৬ বঙ্গাব্দ), গীতলিপি দ্বিতীয় ভাগ (১৩১৭ বঙ্গাব্দ), গীতাঞ্জলি প্রথম সংস্করণ (১৩১৭ বঙ্গাব্দ), ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ), কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (১৩২৩ বঙ্গাব্দ), বৈতালিক (১৩২৫ বঙ্গাব্দ), গীতিচর্চ্চা (১৩৩২ বঙ্গাব্দ) ও সঙ্গীত-গীতাঞ্জলি (১৩৩৪ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর প্রথম খণ্ড, প্রথম সংস্করণ -এ গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের জাগরণ উপবিভাগের ৮ সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ২৭১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
-
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। গীতলিপি-২য় ভাগ থেকে স্বরবিতান-৩৮'এ গৃহীত হয়েছে।>
-
দিনেন্দ্রনাথ ঠাকুর।
বৈতালিক
-
ভীমরাও শাস্ত্রী।
সঙ্গীত -গীতাঞ্জলি
-
সুর ও তাল:
-
রাগ -মিশ্র
টোড়ী। -দাদরা।
[স্বরবিতান -৩৮]
- ভৈরবী।
তাল -ঠুংরি।
গান
-
রাগ -টোড়ী
ভৈরবী।
তাল -দাদরা।
তত্ত্ববোধিনী
- রাগ: ভৈরবী। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৬৩।
- রাগ: ভৈরবী। তাল:
দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৯।
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
-
গ্রহস্বর: সা।
-
লয়: মধ্য।