বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জগত জুড়ে
উদার সুরে আনন্দগান বাজে
পাঠ ও পাঠভেদ:
জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে॥
বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো,
হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে॥
নয়ন দুটি মেলিলে কবে পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি।
রয়েছ তুমি এ কথা কবে জীবনমাঝে সহজ হবে,
আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের RBVBMS 358 পাণ্ডুলিপিতে গানটির সাথে স্থান ও তারিখ উল্লেখ আছে 'বোলপুর/আষাঢ় ১৩১৬'। উল্লেখ্য, ১৩১৬ বঙ্গাব্দের ২৬ আষাঢ়, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে কলকাতায় আসেন। ২৬শে আষাঢ়ের পূর্বে শান্তিনিকেতনে তিনি এই গানটিসহ মোট চারটি গান রচনা করেন।
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (ইন্ডিয়ান প্রেস, ১৩২৩)। গীতাঞ্জলি ৯। পৃষ্ঠা: ২৮৫] [নমুনা]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। মিশ্র ইমন কল্যাণ। পৃষ্ঠা: ৩৭৮। [নমুনা: ৩৭৮]
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮)। পৃষ্ঠা: ২৯৪। [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)। উপ-বিভাগ : বিরহ ১৭। পৃষ্ঠা: ১৭] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ১৪৪ । উপ-বিভাগ : বিরহ ১৭
গীতলিপি ১ম ভাগ (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ১৬ জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপ-সহ মুদ্রিত হয়েছিল।
গীতাঞ্জলি
প্রথম সংস্করণ [ ইন্ডিয়ান প্রেস ১৩১৭ বঙ্গাব্দ। ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯] [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ১৫-১৬।
গীতিচর্চ্চা [বিশ্বভারতী, পৌষ ১৩৩২ বঙ্গাব্দ। গান সংখ্যা ৪৯। পৃষ্ঠা: ৩৫।][নমুনা]
সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রিষ্টাব্দ, ১৩৩৪ বঙ্গাব্দ)। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান সপ্তত্রিংশ (৩৭) খণ্ডের ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৩-৫৪। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩১৬)। মিশ্র ইমন-তেওরা। পৃষ্ঠা: ১৭৫। [নমুনা]
সঙ্গীত প্রকাশিকা (পৌষ ১৩১৬ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপ-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম দিনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল প্রবাসী
ভীমরাও শাস্ত্রী [সঙ্গীত-গীতাঞ্জলি]
[ভীমরাও
শাস্ত্রী
-কৃত স্বরলিপির তালিকা]