বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:নয়ান
ভাসিল জলে
পাঠ ও পাঠভেদ:
নয়ান ভাসিল জলে-
শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে,
জাগিল রজনী হরষে হরষে রে
॥
তাপহরণ তৃষিতশরণ
জয় তাঁর দয়া গাও রে।
জাগো রে আনন্দে
চিতচাতক জাগো-
মৃদু মৃদু মধু
মধু প্রেম বরষে বরষে রে
॥
-
পাণ্ডুলিপর পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
[478]
। [নমুনা]
-
পাঠভেদ:
পাঠভেদ রয়েছে।
স্বরবিতান-১১-এর
১০৫ পৃষ্ঠায় মুদ্রিত পাঠানুসারে পাঠভেদটি দেখানো হলো।
মৃদু
মৃদু মধু মধু প্রেম বরষে
: কেতকী (শ্রাবণ ১৩৩৫)
গুরু গুরু গরজনে মেঘ বরষে
: গান (১৯০৯)
গীতবিতান (আশ্বিন ১৩১৮)
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় নাই। গানটি
১৩১৬ বঙ্গাব্দের ১১ মাঘ
[সোমবার, ২৪ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ],
৮০তম মাঘোৎসবের
সাংবৎসরিক মাঘোৎসব পরিবেশিত
হয়েছিল। সম্ভবত গানটি এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ গানটি রচনা করেছিলেন। এই
সূত্রে ধারণা করা যায়, গানটি রবীন্দ্রনাথের ৪৮ বৎসর ৮-৯ মাস বয়সের রচনা।
[৪৮
বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ,
-
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ। ধর্ম্মসঙ্গীত ৪। পৃষ্ঠা: ৩০৯।
[নমুনা]
-
গান
-
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত।
শ্যাম, তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৬৭।
[নমুনা]
-
গীতবিতান
-
গীতলিপি ১ম ভাগ (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ১৬
জানুয়ারি ১৯১০
খ্রিষ্টাব্দ)।
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান।
পৃষ্ঠা: ১৯৩।
[নমুনা]
-
স্বরবিতান একাদশ (১১,
কতকী) খণ্ডের ২৮ সংখ্যক গান।
পৃষ্ঠা ৮৪-৮৫।
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
(ফাল্গুন ১৮৩১ শকাব্দ,
১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। শ্যাম-একতালা।
পৃষ্ঠা: ১৭৫ নমুনা]
-
পরিবেশনা:
১৩১৬ বঙ্গাব্দের ১১ই মাঘ,
৮০তম মাঘোৎসবের সায়ংকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান: এটি একটি
ভাঙা গান।
মূলগানটি সদারঙ্গের রচিত।
[শ্রবণ
নমুনা: অরুণ ভাদুরি]
মূল গান: শ্যাম।
একতাল (চতুর্মাত্রিক।মধ্যগতি)
পাপীহা বোলে
লে রে
শাবন কী ঋতু আই তোরে
সদারঙ্গ
উপযোগী পিয় গর লাগোঁগী
ধায় রস বতিয়াঁ
বরষ বরষ রে ॥
দামিনি
কুঁধত জীয় ডর লাগে
ন কৌন রহঙ্গী ন্যারে
মহম্মদ শাহ
প্যারে
হিত দেয় চিত দেয়
ননি ননি বুঁদরিয়া
প্রীত সরস সরস
রে ॥
সঙ্গীত মঞ্জরী :
রবীন্দ্রসঙ্গীত গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/ প্রফুল্লকুমার দাস।
পৃষ্ঠা ৮
-
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
-
সুর ও তাল: স্বরবিতান-১১-তে
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৪।৪।৪
মাত্রা ছন্দে 'চতুর্মাত্রিক একতাল’-এ
নিবদ্ধ।
-
রাগ-শ্যাম।
তাল-ঝাঁপতাল।
[গান]
-
রাগ-শ্যাম।
তাল-একতাল।
[তত্ত্ববোধিনী]
-
রাগ: শ্যাম কল্যাণ।
তাল: ত্রিতাল।[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)] পৃষ্ঠা: ৬১
-
রাগ: শ্যাম। তাল: ত্রিতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৭]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
-
গ্রহস্বর পজ্ঞা।
-
লয় মধ্য।