বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
আবার 
এরা ঘিরেছে মার মন।
 পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
		 পূজা 
		(উপবিভাগ: বিরহ
		৩৯) 
পর্যায়ের ১৬৬ সংখ্যক গান। 
	
আবার 
এরা ঘিরেছে মার মন।
আবার চোখে নামে 
আবরণ 
॥
আবার এ যে নানা 
কথাই জমে,  
চিত্ত আমার নানা দিকে ভ্রমে,
দাহ আবার বেড়ে 
ওঠে ক্রমে, 
আবার এ যে হারাই শ্রীচরণ॥
তব নীরব বাণী 
হৃদয়তলে
ডোবে না যেন 
লোকের কোলাহলে।
সবার মাঝে আমার 
সাথে থাকো, 
আমায় সদা তোমার মাঝে ঢাকো,
নিয়ত মোর  চেতনা- 
’পরে 
রাখো  আলোক-ভরা উদার ত্রিভুবন॥
	
	RBVBMS 478
	[
		নমুনা]
	
	
	
	
	পাঠভেদ: 
	পাঠভেদ আছে। 
স্বরবিতান-৩৭'এর ৯৭ 
পৃষ্ঠায় পাঠভেদ পত্র অনুসারে উল্লিখিত 
পাঠ দেওয়া হলো।
       
    চিত্ত আমার 
নানা দিকে ভ্রমে             : গীতলিপি ২
            চিত্ত আমার 
নানা  দিকেই ভ্রমে          : গান (১৯০৯)
                                   
                         গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
	
	 
	তথ্যানুসন্ধান
		
		RBVBMS 478 
		পাণ্ডুলিপিতে গানটির রচনার 
		তারিখ উল্লেখ আছে- 
		
		'১৬ ভাদ্র'। 
		
		গীতাঞ্জলি (প্রথম 
		সংস্করণ, ১৩১৭ বঙ্গাব্দ)-তে গানটির রচনাকাল লেখা ছিল- 
		
		'১৬ ভাদ্র ১৩১৬'। 
		
		উল্লেখ্য, ১৩১৬ বঙ্গাব্দের 
		৮ ভাদ্র তিনি 
		শান্তিনিকেতনে আসেন এবং ১৯শে ভাদ্র পর্যন্ত  শান্তিনিকেতনে কাটান। এই সময় 
		তিনি এই গানটিসহ ১৮টি গান রচনা করেন। 
		এই সময় 
		
		রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৮ বৎসর ৪ মাস।
		       
		[রবীন্দ্রনাথের 
		৪৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা] 
		 
		
 
		
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ: 
			
- পরিবেশনা: 
			
		
			গানটি প্রথম ১১ মাঘ ১৩১৬ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ]-এ 
			অনুষ্ঠিত 
		 ৮০তম মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে গানটি পরিবেশিত হয়েছিল।
- 
			
			
			পত্রিকা:
				- 
				
				তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮৩১ শকাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। 
টোড়ি-ঝম্পক। পৃষ্ঠা ১৭২।
[নমুনা
]
 
 
- 
		
		রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র 
		পাওয়া যায় নি। 
		
 
- 
		
		
		প্রকাশের 
		কালানুক্রম:
		 গানটি প্রথম ১১ মাঘ ১৩১৬ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ]-এ অনুষ্ঠিত ৮০তম মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে গানটি পরিবেশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থদিতে গানটি স্থান পেয়েছিল, সেগুলো হলো- গান দ্বিতীয় সংস্করণ  ১৩১৬ বঙ্গাব্দ), তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ), গীতলিপি  দ্বিতীয় ভাগ (৬ আষাঢ়, ১৩১৭ বঙ্গাব্দ) গীতাঞ্জলি (প্রথম সংস্করণ ২০ ভাদ্র, ১৩১৭ বঙ্গাব্দ), ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ), কাব্যগ্রন্থ (কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড। ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ) ও সঙ্গীত-গীতাঞ্জলি (১৩৩৪ বঙ্গাব্দ)।
		
 
 এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর প্রথম খণ্ড, প্রথম সংস্করণ -এ  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের বিরহ উপবিভাগের ৩৯ সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ১৬৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
 
গ. 
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- 
			
			
			স্বরলিপিকার:
-  
			সুর ও 
			তাল: 
			বিভিন্ন গ্রন্থে এই গানের রাগ নিয়ে মতানৈক্য দেখা যায়। নিচে এর
			একটি তালিকা দেওয়া হলো। উল্লেখ্য বর্তমানে 
গানটির রাগ মিশ্র টোড়ি হিসাবেই বিবেচিত হয়ে থাকে।
				- 
				
				রাগ-মিশ্র 
				টোড়ি। তাল-ঝম্পক
				
				।  [স্বরবিতান-৩৭]
- 
				
				রাগ-টোড়ি। 
				তাল-ঝম্পক
				
				। [তত্ত্ববোধিনী]
- 
				
				রাগ-আসাবরি 
				। তাল-ঝম্পক
। [গান]
- রাগ: আশাবরী, ভৈরবী। তাল: 
				ঝম্পক
				।
				[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮] 
- রাগ: আশাবরী, তোড়ি। তাল: 
				ঝম্পক
				।  
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৩।]
				
 
-  পর্যায়: 
			-  বিষয়াঙ্গ: পূজা, বিরহ
-  সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
 
- 
			
			গ্রহস্বর-মা। 
			
- 
			
			লয়-মধ্য।