বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
পাঠ ও পাঠভেদ:
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে ॥
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
নীরবে একাকী আপন মহিমানিলয়ে ॥
অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে,
তুমি আছ মোরে চাহি- আমি চাহি তোমা-পানে।
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর-
এক তুমি, তোমা-মাঝে আমি একা নির্ভয়ে ॥
পাঠান্তর :
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে ॥
তমি আছ বিশ্বেশ্বর সুরপতি অসীম রহস্যে
নিরবে একাকী তব আলয়ে ॥
আমি চাহি তোমা-পানে-
তুমি মোরে নিয়ত হেরিছ, নিমেষবিহীন নত নয়নে ॥

উল্লেখ্য, এই পাঠটি গীতবিতানের 'পূজা ও প্রার্থনা' পর্যায়ের ৫৬ সংখ্যক গান হিসাবে গৃহীত হয়েছে।