বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ধায় যেন
মোর সকল ভালোবাসা
পাঠ ও পাঠভেদ:
ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে ॥
চিত্ত মম যখন যেথা থাকে সাড়া যেন দেয় সে তব ডাকে,
যত বাঁধন সব টুটে গো যেন
প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে ॥
বাহিরের এই ভিক্ষা-ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি,
অন্তর মোর গোপনে যায় ভরে
প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে।
হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা-কিছু সুন্দর
সকলই আজ বেজে উঠুক সুরে
প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার গানে ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি।
পাঠভেদ : স্বরবিতান সপ্তত্রিংশ (৩৭) খণ্ডের (ভাদ্র ১৪১৩) ৯৭ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদটি নিচে তুলে ধরা হলো।
চিত্ত মম যখন যেথা থাকে
সাড়া যেন দেয় সে তব ডাকে,
যত বাঁধন সব টুটে গো যেন : গীতলিপি ৬
চিত্ত মম যখন যেথায় থাকে
সাড়া যেন দেয় সে তোমার ডাকে,
যত বাঁধা সব টুটে
যায় যেন
: গীতবিতান (আশ্বিন
১৩৩৮)
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
উল্লিখিত পাণ্ডুলিপিদ্বয়ে গানটির রচনাকাল উল্লেখ আছে, ১৮ই জ্যৈষ্ঠ
১৩১৭। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ৪৯ বৎসর
২ মাস।
[রবীন্দ্রনাথের
৪৯ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। ১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতাঞ্জলি' থেকে গৃহীত হয়েছি। পৃষ্ঠা: ৩৪৮-৩৪৯। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। প্রার্থনা ৩। পৃষ্ঠা: ৪০-৪১। [নমুনা: ৪০, ৪১]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৯৪। উপবিভাগ: প্রার্থনা-৩। পৃষ্ঠা: ৪৩-৪৪।
গীতলিপি ৬ষ্ঠ ভাগ (১৯১৮ খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
ধর্মসঙ্গীত (ইন্ডিয়ান প্রেস লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ২৫-২৬। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
সংগীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রিষ্টাব্দ)। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান
সপ্তত্রিংশ
(৩৭) খণ্ডের (ভাদ্র ১৪১৩) ২য় গান। পৃষ্ঠা: ৭-৯।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩২৭ বঙ্গাব্দ।
১৮৩৪২ শকাব্দ)
। ঝিঁঝিট-ঝাঁপতাল। পৃষ্ঠা ২৯৭।
পরিবেশনা: ১৩২৭ বঙ্গাব্দের ১১ই মাঘ ৯১তম মাঘোৎসবে এই গানটি পরিবেশিত হয়েছিল।
প্রকাশের
কালানুক্রম: গানটি
১৩১৭ বঙ্গাব্দের ১৮ই
জ্যৈষ্ঠ রচনার পর, এই বছরের শ্রাবণ মাসে 'গীতাঞ্জলি'র অন্তর্ভুক্ত
হয়ে প্রকাশিত হয়। এরপর ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত
ধর্মসঙ্গীত
গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। ১৩২৩ বঙ্গাব্দে কাব্যগ্রন্থের অষ্টমখণ্ড
প্রকাশের সময় 'গীতাঞ্জলি' থেকে গানটি গৃহীত হয়। ১৩২৭ বঙ্গাব্দে
অনুষ্ঠিত
৯১তম
মাঘোৎসবে এই গানটি পরিবেশিত হয়। এই সূত্রে একই বছরের ফাল্গুন মাসে
তত্ত্ববোধিনী
পত্রিকায় গানটি প্রকাশিত হয়।
১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডের প্রথম সংস্করণে গানটি 'গীতাঞ্জলি'
থেকে গৃহীত হয়। এরপর ১৩৪৮ বঙ্গাব্দে গানটি গীতবিতানের প্রথম খণ্ডের
দ্বিতীয় সংস্করণে পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
১৩৮০
বঙ্গাব্দের পৌষ
মাসে অখণ্ড গীতবিতানের তৃতীয় এবং সর্বশেষ সংস্করণে গানটি
পূজা পর্যায়ের
৯৪ সংখ্যক গান অন্তর্ভুক্ত হয়েছে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ
বন্দোপাধ্যায় [গীতলিপি
৬ষ্ঠ ভাগ থেকে
স্বরবিতান
সপ্তত্রিংশ খণ্ডের
(আশ্বিন ১৩৬১) গৃহীত হয়।
বর্তমান
স্বরবিতান
সপ্তত্রিংশ খণ্ডে (ভাদ্র ১৪১৩)
তা অপরিবর্তিত আছে]
[সুরেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির তালিকা]
ভীমরাও শাস্ত্রী।
সংগীত-গীতাঞ্জলি (১৯২৭
খ্রিষ্টাব্দ)।
[ভীমরাও
শাস্ত্রী-কৃত রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
রাগ: মিশ্র ঝিঁঝিট। তাল: ঝম্পক। [স্বরবিতান সপ্তত্রিংশ খণ্ড (ভাদ্র ১৪১৩)। পৃষ্ঠা: ৬০]
রাগ: ঝিঁঝিট। তাল: ঝম্পক।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১, পৃষ্ঠা:
১০৫।]
[ঝম্পক
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: সরা।
লয়: ঈষৎ বিলম্বিত।