বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
কার মিলন চাও বিরহী
পাঠ ও পাঠভেদ:
            
কার মিলন চাও বিরহী-
		তাঁহারে কোথা 
খুঁজিছ ভব-অরণ্যে
		কুটিল জটিল গহনে 
শান্তিসুখহীন ওরে মন 
॥
		দেখো দেখো রে 
চিত্তকমলে চরণপদ্ম রাজে- হায় !
	অমৃতজ্যোতি 
কিবা সুন্দর ওরে মন 
॥ 
 
	- পাণ্ডুলিপির পাঠ:	
	
	
	RBVBMS 478। 
	[নমুনা]
	। 
	
- পাঠভেদ: 
স্বরবিতান-৩৬-এর 
৮১ পৃষ্ঠানুসারে নিচের পাঠভেদ দেখানো হলো।
        শান্তিসুখহীন, ওরে মন             
: গীতলিপি ১
                          
        শান্তিহীন ওরে মন                  
: গান (১৯০৯) 
                                               গীতবিতান (আশ্বিন ১৩৩৮) 
                                                                 
- 
তথ্যানুসন্ধান
		- 
		
		
		ক. 	রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল 
		সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় নাই। গানটি ১৩১৬ বঙ্গাব্দের ১১ মাঘ 
[সোমবার, ২৪ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ], 
		
৮০তম মাঘোৎসবের 
		সাংবৎসরিক মাঘোৎসব পরিবেশিত 
হয়েছিল। সম্ভবত গানটি এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ গানটি রচনা করেছিলেন। এই
সূত্রে 
ধারণা করা যায়, গানটি রবীন্দ্রনাথের ৪৮ বৎসর ৮-৯ মাস বয়সের রচনা।
 
 [৪৮
	বৎসর 
	অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 
- 
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ:
- 
		কাব্যগ্রন্থ,
	- 
		দশম খণ্ড 
		[ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ। ধর্ম্ম সঙ্গীত। 
		পৃষ্ঠা: ৩১১] 
		[নমুনা]
		
 
- 
	গান
				
- ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। 
					ব্রহ্মসঙ্গীত। রাগিণী শ্রী-তাল তেওরা। পৃষ্ঠা: ৩৭৭। 
					[
					নমুনা]
 
- 
		গীতবিতান
- 
			
গীতলিপি ১ম ভাগ (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ১৬ 
		জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ)
		। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত 
হয়েছিল।
- 
			
			
		ধর্ম্মসঙ্গীত
		[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ১৯৪।
		
		[নমুনা]
- 
			
সঙ্গীত প্রকাশিকা (পৌষ ১৩১৬ 
			বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ
			
মুদ্রিত হয়েছিল।
- 
			
			
			স্বরবিতান 
ষট্ত্রিংশ (৩৬) খণ্ডের ৯ম গান। পৃষ্ঠা ২১-২২।
 
- 
			
			পত্রিকা: 
			তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮৩১ শকাব্দ ১৩১৬ বঙ্গাব্দ)। শ্রী-তেওরা। 
			পৃষ্ঠা: ১৭৪।  
			[নমুনা]
- 
			
		পরিবেশনা: 
			১৩১৬ বঙ্গাব্দের
			অশীতিতম 
			(৮০) মাঘোৎসবের সায়ংকালীন অধিবেশনে গানটি গীত হয়।
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- ভাঙা গান:
		এটি একটি ভাঙা 
গান। 
        
 মূল গান : শ্রীরাগ। তেওরা
 তনু মিলন দে পরবর কী পরিবে মিয়াঁ
 হাঁ জি তনুকা পূজবে অজ জো বাঁধিয়ে
 বাল পুঁছ দি জব মিয়াঁ॥
 কমল রমতে প্রীত করোঁ দি 
যুগল বাঁধে সাঁচে হা
 করম করতে রঙ্গ বরষানু জব 
মিয়াঁ ॥
 আনন্দ-সঙ্গীত 
পত্রিকা ১০।১৩২৫
রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৬২-৬৩
 
- 
		
		স্বরলিপিকার: 
		সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত প্রকাশিকা,
গীতলিপি-১
		
- 
		
		রাগ ও তাল:  
		- 
		
		রাগ-শ্রী। তাল: তেওরা। 
		স্বরবিতান-৩৬
- 
				
				
				রাগ: শ্রী। তাল: তেওরা।
				[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৪]
- 
			রাগ: শ্রী। তাল: তেওরা।  
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮০।] 
			
 
- 
		
		বিষয়াঙ্গ:
		
		ব্রহ্মসঙ্গীত।
		
- 
		
		সুরাঙ্গ: 
		ধ্রুপদাঙ্গ।
		
- 
		
		গ্রহস্বর: সা।
		
- 
		
		লয়: মধ্য।