বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
অমৃতের সাগরে  আমি 
যাব যাব রে
পাঠ ও পাঠভেদ:
	
		
			
			অমৃতের সাগরে        
			আমি যাব যাব রে,
          
			তৃষ্ণা জ্বলিছে মোর প্রাণে ॥
কোথা পথ বলো হে 
			       বলো, ব্যথার ব্যথী হে
			—
			          
			কোথা হতে কলধ্বনি আসিছে কানে॥		
	
	
	
	RBVBMS 478। 
	[নমুনা]
	তথ্যানুসন্ধান 
 
	- 
	ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে 
সুষ্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় নাই। ১৩১৬ বঙ্গাব্দের ১১ই মাঘে অনুষ্ঠিত মাঘোৎসবের কাছাকাছি সময়ে 
	রবীনদ্রনাথ এই গানটি-সহ মোট ৫টি ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন। এই 
গানগুলো মাঘোৎসবে পরিবেশিত হয়নি। এই 
	সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৮ বৎসর ৯ মাস।
 [৪৮ 
	বৎসর 
	অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:	
	
	
		- গ্রন্থ:	 
- 
		কাব্যগ্রন্থ,
	- 
		দশম খণ্ড 
		[ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ। ধর্ম্ম সঙ্গীত। পৃষ্ঠা: ৩১৩]
	[নমুনা]
 
- 
		গান 
		- 
	
		দ্বিতীয় সংস্করণ
		[ইন্ডিয়ান 
		প্রেস 
(১৯০৯  খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। কামোদ-ধামার।< 
	পৃষ্ঠা: ৪১১-৪১২ [নমুনা: 
	১,
২]
 
- 
		গীতবিতান
- 
		গীতলিপি
		 দ্বিতীয় ভাগ (৬ আষাঢ়, ১৩১৭ বঙ্গাব্দ, ২০ জুন ১৯১০ খ্রিষ্টাব্দ)।  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- 
		ধর্ম্মসঙ্গীত
		[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ১৯৬।
		
		[নমুনা]
- 
		
		
		স্বরবিতান 
		ষট্ত্রিংশ 
(৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩) দ্বিতীয় গান। পৃষ্ঠা: ৮-৯।
	[নমুনা]
 
 
 
- 
	
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
	
	ভাঙা গান: 
		এটি একটি ভাঙা গান।
 মূল গানটি রঙ্গরস-এর রচনা।
 
 কামোদ। ধামার (মধ্যগতি)
 মৈঁ 
তো জাঁউ সখিরি পনিয়া ভরণকো
 কৃষ্ণ 
করত বর 
জোরি॥
 অচানক 
পকড়ে লই গাগর হমারী
 বিনতী 
ন শুনত মাহি দে গারী॥
 [সূত্র: 'রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা' 
তৃতীয় খণ্ড। প্রফুল্লকুমার দাস। সুরঙ্গমা। ২৬ বৈশাখ ১৩৬৭। পৃষ্ঠা: ৪২]
 
		- 
		
		স্বরলিপিকার: 
		
 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- 
		সুর ও তাল:
	
		- 
		
		রাগ-কামোদ। তাল-ধামার। [
		স্বরবিতান 
		ষট্ত্রিংশ (৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩)] 
		[নমুনা]
- 
		রাগ: 
		কামোদ। তাল: ধামার। 
		[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর 
		২০০৩। পৃষ্ঠা: ২৩]
- 
		
		রাগ: কামোদ। তাল:
		ধামার।  [রাগরাগিণীর এলাকায় 
		রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
		জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৭।]
		
 
- 
		
		বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
		
- 
		
		সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
		
- 
		
		গ্রহস্বর: রা।
- 
		
		লয়: ঈষৎ 
দ্রুত।