বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: গায়ে আমার পুলক লাগে,
চোখে ঘনায়
ঘোর
পাঠ ও পাঠভেদ:
গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর-
হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোরে ?।
আজিকে এই আকাশতলে জলে স্থলে ফুলে ফলে
কেমন ক’রে, মনোহরণ, ছড়ালে মন মোর ?।
কেমন খেলা হল আমার আজি তোমার সনে !
পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে।
আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়নজলে,
বিরহ আজ মধুর করেছে প্রাণ ভোরে গায়ে ॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 478 [নমুনা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী খাম্বাজ, তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৬৫-৩৬৬। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। গীতাঞ্জলি (১৩১৭ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩৩৮-৩৩৯] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
গীতলিপি ১ম ভাগ (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ১৬ জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গীতাঞ্জলি
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। গীতাঞ্জলি। ৪২ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৫।
গীতিচর্চ্চা [বিশ্বভারতী ১৩৩২। ৫৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৩-৪৪] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ ]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৫১-৫২] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
সঙ্গীত-গীতাঞ্জলি [১৯২৭ খ্রিষ্টাব্দ, ১৩৩৪ বঙ্গাব্দ। ভীমরাও শাস্ত্রী-স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
স্বরবিতান অষ্টাত্রিংশ (৩৮) খণ্ডের ২১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬২-৬৩। [নমুনা]
পত্রিকা:
সঙ্গীত প্রকাশিকা পত্রিকা (চৈত্র ১৩১৬ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। [সঙ্গীত প্রকাশিকা, গীতলিপি প্রথম ভাগ থেকে স্বরবিতান-৩৮-এ গৃহীত হয়েছে।]
ভীমরাও শাস্ত্রী। সংগীত-গীতাঞ্জলি।
সুর ও তাল:
রাগ-সিন্ধু-খাম্বাজ। তাল-ঢিমা ত্রিতাল। [স্বরবিতান-৩৮]
রাগ-ঝিঁঝিট। তাল-কাওয়ালি। [গান]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: পা
লয়: মধ্য।