বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
তিমিরদুয়ার খোলো- এসো, এসো নীরবচরণ
	
তিমিরদুয়ার খোলো- এসো, এসো নীরবচরণে।
				জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে ॥
				পুণ্যপরশপুলকে সব আলস যাক দূরে।
				গগনে বাজুক বীণা জগত-জাগানো সুরে।
				জননী, জীবন জুড়াও তব প্রসাদসুধাসমীরণে।
		জননী আমার, দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নে ॥ 
	
	RBVBMS 358
	][নমুনা:
		
		প্রথম,
		
		দ্বিতীয়]
		। 
		তথ্যানুসন্ধান
			- ক. রচনাকাল ও স্থান: 
			
			রবীন্দ্রনাথের 
			
RBVBMS 358 
পাণ্ডুলিপির প্রথম নমুনায় 
			গানটির কাটাকুটিতে ভরা। এর দ্বিতীয় নমুনার সাথে তারিখ উল্লেখ আছে 
			'ফাল্গুন ১৩১৫'। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৭ বৎসর ৮ মাস।
			
			খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
				- গ্রন্থ:
				
					- 
কাব্যগ্রন্থ,
দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ 
বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ২৪৯।[
নমুনা]
			
- 
গান (ইন্ডিয়ান 
					প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ 
		বঙ্গাব্দ)।  ব্রহ্মসঙ্গীত। মিশ্র টোড়ি-কাওয়ালি। পৃষ্ঠা: ২৫৯। 
[নমুনা]
- 
		গীতবিতান 
		
		
					
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়:
		পূজা ৪৬৫। উপবিভাগ: বিবিধ-৯৩। 
 
- 
		গীতলিপি
		 দ্বিতীয় ভাগ (৬ আষাঢ়, ১৩১৭ 
বঙ্গাব্দ, ২০ 
জুন ১৯১০ 
					খ্রিষ্টাব্দ)ৱ।
সুরেন্দ্রনাথ 
বন্দোপাধ্যায়-কৃত 
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- 
					
					গীতিচর্চ্চা 
					(বিশ্বভারতী ১৩৩২) পৃষ্ঠা: ১৭। 
					
					[নমুনা]
- 
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান 
পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ১৩৬-১৩৭। 
[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
- 
বৈতালিক (চৈত্র ১৩২৫
বঙ্গাব্দ)।
দিনেন্দ্র নাথ 
ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- 
স্বরবিতান ষটত্রিংশ 
(৩৬) খণ্ডের ২২ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৭-৫৮। 
পত্রিকা:
- তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৮৩১ শকাব্দ। রামকেলী-কাওয়ালি। পৃষ্ঠা ১৬১। 
	[নমুনা]
- প্রবাসী (জ্যৈষ্ঠ ১৩১৬ 
					বঙ্গাব্দ)।
দিনেন্দ্র নাথ 
ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
 
পরিবেশনা:
				১১ মাঘ ১৩১৬ বঙ্গাব্দ [২৪ 
জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ]-এ অনুষ্ঠিত 
৮০তম মাঘোৎসবেরপ্রাতঃকালীন 
অধিবেশনে গানটি পরিবেশিত হয়েছিল। উল্লেখ্য ১৩৩০ বঙ্গাব্দের 
মাঘ মাসে বিসর্জন অভিনয়কালে গানটি গীত হয়েছিল।
			
			
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
	স্বরলিপিকার:
		- 
কাঙ্গালীচরণ সেন। [প্রবাসী, 
বৈতালিক]
- সুরেন্দ্র নাথ 
বন্দ্যো পাধ্যায়। 
গীতলিপি ২য় ভাগ
 
- 
		সুর ও তাল: 
		- রাগ-মিশ্র রামকেলী। 
তাল-ত্রিতাল।
- 
		রাগ:
		রামকেলী । 
তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৪]।		
- রাগ: রামকেলী। তাল: ত্রিতাল।
		[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৬]
 
- 
		বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
		
- 
		সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
		
- 
		গ্রহস্বর: পা।