তুমি যে আমারে চাও আমি সে জানি।
কেন যে মোরে কাঁদাও আমি সে জানি॥
এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে
ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি ॥
সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে
কত সুরে ডাক দাও আমি সে জানি।
সারা হলে দে'য়া-নে'য়া দিনান্তের শেষ খেয়া
কোন্ দিক-পানে বাও আমি সে জানি॥
- স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
- সুর ও তাল:
- স্বরবিতান-৬০-এ গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই । উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে , ৪। ৪।৪।৪ ছন্দ। অর্থাৎ 'ত্রিতাল বা 'কাওয়ালি' হিসাবে গণ্য করা যেতে পারে। তবে বর্তমানে গানটি ত্রিতালেই গাওয়া হয়ে থাকে। আর গানটির রাগ হলো মিশ্র ভূপালি।
- ইমন-পূরবী। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।। পৃষ্ঠা: ৫৫]।
- ইমন-পূরবী। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৯৭।]
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
- স্বকীয় বৈশিষ্ট্যের গান
- গ্রহস্বর: সা ।
- লয়: মধ্য।