বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এনেছ ওই শিরীষ
বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে
পাঠ ও পাঠভেদ:
এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে।
কবে যে সব ফুরিয়ে দেবে, চলে যাবে দিগন্তরে॥
পথিক, তোমায় আছে জানা, করব না গো তোমায় মানা―
যাবার বেলায় যেয়ো যেয়ো বিজয়মালা মাথায় প’রে॥
তবু তুমি আছ যতক্ষণ
অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন।
যখন যাবে তখন প্রাণে বিরহ মোর ভরবে গানে―
দূরের কথা সুরে বাজে সকল বেলা ব্যথায় ভ’রে॥
BMS.021। [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
২৮ ফাল্গুন ১৩২৮,
শান্তিনিকেতন।
[গীতবিতান কালানুক্রমিক সূচী, প্রভাতকুমার মুখোপাধ্যায়(পৌষ ১৪১০
বঙ্গাব্দ,পৃষ্ঠা-১৮৬)]
রবীন্দ্রনাথের ৬০ বৎসর ১০ মাস বয়সের রচনা।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর [স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)]
সুর ও তাল:
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরবিতান পঞ্চদশ (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ: খাম্বাজ। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৭]।
গ্রহস্বর : ধা।
লয় : মধ্য।