বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
হে সখা, মম
হৃদয়ে রহো
পাঠ ও পাঠভেদ:
হে সখা, মম
হৃদয়ে রহো।
সংসারে সব কাজে
ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো॥
নাথ,
তুমি এসো ধীরে সুখ-দুখ-হাসি-নয়ননীরে,
লহো আমার জীবন ঘিরে
—
সংসারে সব কাজে
ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩০৭ বঙ্গাব্দের ১১ মাঘ [বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ১৯০০]
একসপ্ততিতম মাঘোৎসবে
এই গানটি
পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয়, মাঘোৎসবকে সামানে রেখেই রবীন্দ্রনাথ এই গানটি
রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৯ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
৩৯ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
(ইন্ডিয়ান প্রেস ১৩১০ বঙ্গাব্দ)], রাগিণী ছায়ানট -তাল
একতালা।
পৃষ্ঠা ২৯৬। রাগিণী ছায়ানট -তাল
একতালা।
[নমুনা]
-
দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)। রাগিণী ছায়ানট -তাল একতালা। পৃষ্ঠা
২৬৯।
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি,
১৩১৫ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী ছায়ানট -তাল
একতালা।
পৃষ্ঠা: ৩৩৬]
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ , ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী ছায়ানট -তাল
একতালা। পৃষ্ঠা: ৩৩০।
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৪৪][নমুনা]
-
প্রথম খণ্ড (দ্বিতীয় সংস্করণ)
মাঘ ১৩৪৮। বিবিধ-৩৯। পৃষ্ঠা: ১৬৬
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), পর্যায়: পূজা ৪১১। উপবিভাগ: বিবিধ-৩৯।
-
গীতিচর্চ্চা
[বিশ্বভারতী, পৌষ
১৩৩২ বঙ্গাব্দ। গান সংখ্যা ৯৮। পৃষ্ঠা:
৭৫]
[নমুনা ]
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ।
পৃষ্ঠা: ১৫৪]
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
ছায়ানট-একতালা।
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
চতুর্থ (৪)
খণ্ড (বিশ্বভারতী, মাঘ ১৪১২),
গান
সংখ্যা:
২৩,
পৃষ্ঠা
৬১। [নমুনা
স্বরলিপি]
[সুরান্তর]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২২ শকাব্দ,
১৩০৭
বঙ্গাব্দ)।
রাগিণী ছায়ানট- তালএকতাল।
পৃষ্ঠা: ১৭৮
[নমুনা]
-
সঙ্গীত-প্রকাশিকা (অগ্রহায়ণ ১৩১৬ বঙ্গাব্দ)।
ছায়ানট-একতাল।
পৃষ্ঠা ৭৯-৮০।
-
রেকর্ডসূত্র:
-
প্রকাশের
কালানুক্রম: ১১
মাঘ ১৩০৭ বঙ্গাব্দের
[বৃহস্পতিবার, ২৪
জানুয়ারি
১৯০০ তারিখ]
একসপ্ততিতম মাঘোৎসবে
এই গানটি পরিবেশিত হয়েছিল।
-
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- ভাঙা
গান: এটি
একটি ভাঙা গান
।
মূলগান : এ সখি কৈসে কঁরু।
রবীন্দ্রসঙ্গীতের
ত্রিবেণীসঙ্গম/ইন্দিরাদেবী
-
স্বরলিপি:
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সন-কৃত
স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ২য় ভাগ-এ প্রথম প্রকাশিত হয়। এরপর
স্বরবিতান ৪র্থ খণ্ডের প্রথম সংস্করণে (চৈত্র ১৩৪৬ বঙ্গাব্দ) এই
স্বরলিপিটি গৃহীত হয়। স্বরবিতান ৪র্থ খণ্ডের পরবর্তী সংস্করণে গানটির
এই স্বরলিপিটি নির্বাসিত হয়ে সুরভেদ/ছন্দোভেদ পত্রে স্থান লাভ করেছে।
স্বরবিতান-৪-এ গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
-
সুর
ও
তাল:
-
স্বরবিতান
চতুর্থ (৪)
খণ্ডে
(বিশ্বভারতী, মাঘ ১৪১২)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা'
তালে নিবদ্ধ।
-
রাগ:
ছায়ানট।
তাল: একতাল। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৮৫।
-
রাগ:
ছায়ানট।
তাল: একতাল। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪৮।
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
-
গ্রহস্বর:
গা।
-
লয়:
মধ্য।