মাঘোৎসব একসপ্ততি (৭১)
১১ মাঘ ১৩০৭ বঙ্গাব্দ [বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি 	১৯০০ তারিখ]
এই উৎসবে কতগুলো গান পরিবেশিত হয়েছিল তা 
	জানা যায় না। তবে তত্ত্ববোধিনী পত্রিকারা ফাল্গুন ১৩০৭ সংখ্যায় ৬টি গানের 
	উল্লেখ রয়েছে।  এই গানগুলি হলো-
১. হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে [পূজা-৫২৩] 
		[তথ্য]
২. প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর [পূজা-১৭৭]
	[তথ্য]
৩. 	তোমারি রাগিণী জীবনকুঞ্জে [পূজা-১০৩]
	[তথ্য] 
৪. মহানন্দে হেরো গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা [পূজা ও প্রার্থনা-৬১]
		[তথ্য]
৫. 	হে সখা, মম হৃদয়ে রহো [পূজা-৪১১]
	[তথ্য]
৬. প্রতিদিন আমি, হে জীবনস্বামী [পূজা-১৭৯]
	[তথ্য]