বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: মহানন্দে হেরো গো সবে
গীতরবে চলে শ্রান্তিহারা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা ও প্রার্থনা পর্যায়ের ৬১
মহানন্দে হেরো গো সবে
গীতরবে চলে শ্রান্তিহারা
জগতপথে পশুপ্রাণী রবি শশী তারা
॥
তাঁহা হতে নামে জড়জীবনমনপ্রবাহ।
তাঁহারে খুঁজিয়া চলেছে ছুটিয়া অসীম সৃজনধারা
-
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটি রবীন্দ্রনাথের ৩৯ বৎসর বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী/প্রভাতকুমার মুখোপাধ্যায়]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গান
-
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ]। ব্রহ্মসঙ্গীত।
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাবদ, ১৩১৬ বঙ্গাব্দ)]।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী তিলক কামোদ তাল তেওরা। পৃষ্ঠা: ৩২৬। [
নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৩৪]
[নমুনা]
-
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ও প্রার্থনা পর্যায়ের ৬১ সংখ্যক গান।
-
ধর্ম্মসঙ্গীত
[ ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১]। গান।
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)
।
তিলক কামোদ-তেওড়া।
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহমুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)
২৫ সংখ্যক গান।
পৃষ্ঠা ৬৪।
[নমুনা]
পত্রিকা:
-
তত্ত্ববোধনী (ফাল্গুন, ১৮২২ শকাব্দ, ১৩০৭ বঙ্গাব্দ)
-
সঙ্গীত-প্রকাশিকা (বৈশাখ, ১৩০৯ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল
।
পরিবেশনা: ১১ মাঘ ১৩০৭ বঙ্গাব্দ
[বৃহস্পতিবার, ২৪
জানুয়ারি
১৯০০ তারিখ]
একসপ্ততিতম মাঘোৎসবে এই গানটি পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
-
সুর ও তাল:
- রাগ-তিলককামোদ। তাল-তেওরা।
[স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
- রাগ:
তিলক কামোদ। তাল: তেওরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর
২০০৬। পৃষ্ঠা: ৭৩]
- রাগ:
তিলক কামোদ। তাল: তেওরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৬।]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
- সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
- গ্রহস্বর: মা।