হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে,
নিখিল সুন্দর ভুবনে একি এ মহামধুরিমা॥
ডুবিল কোথা দুখ সুখ রে অপার শান্তির সাগরে,
বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধাপুরনিমা॥
গভীর সঙ্গীত দ্যুলোকে ধ্বনিছে গম্ভীর পুলকে,
গগন-অঙ্গন-আলোকে উদার দীপদীপ্তিমা।
চিত্তমাঝে কোন্ যন্ত্রে কী গান মধুময় মন্ত্রে
বাজে রে অপরূপ তন্ত্রে, প্রেমের কোথা পরিসীমা॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 426 (i) । প্রাথমিক পাঠ।[নমুনা]
পাঠভেদ: ১৩০২ বঙ্গাব্দের ২৯ কার্তিক RBVBMS 426 (i)-তে গানটির চারটি চরণ লেখা হয়েছিল এভাবে-
হৃদয়চন্দ্র হৃদিগগনে উদিলরে শুভ লগনে,
জাগিল নিখিল ভুবনে একি মহামধুরিমা।
কোথা ডুবিল সুখদুঃখরে চিত্তমাঝারে
শুধু সুধাময়ী পূরণিমা।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির প্রথমাংশ ২৯ কার্তিক ১৩০২ বঙ্গাব্দ তারিখে মজুমদার পুঁথিতে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ ৮ম গান (আশ্বিন ১৩১১ বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ১ম ভাগ (মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।।
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৩৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৪।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৭ বঙ্গাব্দ)। ইমন কল্যাণ-একতাল। পৃষ্ঠা ১৭৭।
সঙ্গীত-প্রকাশিকা (ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি- সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: ১১
মাঘ ১৩০৭ বঙ্গাব্দ [বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ১৯০০ তারিখ] একসপ্ততিতম
মাঘোৎসবে এই গানটি পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [মূল স্বরলিপি] [সুরান্তর]
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সন-কৃত
স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ২য় ভাগ-এ প্রথম প্রকাশিত হয়। এরপর
স্বরবিতান ৪র্থ খণ্ডের প্রথম সংস্করণে (চৈত্র ১৩৪৬ বঙ্গাব্দ) এই
স্বরলিপিটি গৃহীত হয়। স্বরবিতান ৪র্থ খণ্ডের পরবর্তী সংস্করণে গানটির
এই স্বরলিপিটি নির্বাসিত হয়ে সুরভেদ/ছন্দোভেদ পত্রে স্থান লাভ করেছে।
স্বরবিতান-৪-এ গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডে (বিশ্বভারতী, মাঘ ১৪১২) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ রয়েছে ইমন কল্যাণ ও একতাল।
রাগ : ইমন কল্যাণ। তাল : একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৪।
রাগ: ইমনকল্যাণ। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৬।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: ঈষৎ দ্রুত।