বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ওঠো ওঠো রে- বিফলে প্রভাত বহে
যায় যে
পাঠ ও পাঠভেদ:
ওঠো ওঠো রে- বিফলে প্রভাত বহে যায় যে।
মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন ॥
সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু ভানু ধাইল আকাশপথে ॥
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু-
একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে।
শুন সে আহ্বানবাণী, চাহো সেই মুখপানে-
তাঁহার আশিস লয়ে
চলো রে যাই সবে তাঁর কাজে
॥
গ্রন্থ:
অষ্টম খণ্ড [মজুমদার
লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ।
রাগিণী
বিভাস- তাল
চৌতাল।
পৃষ্ঠা:
১৯৬]
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬
খ্রিষ্টাব্দ,
ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা: ২৭৮]
[রবীন্দ্রনাথের
২৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
[নমুনা]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বিভাস- তাল চৌতাল। পৃষ্ঠা: ৪৫০] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বিভাস- তাল চৌতাল। পৃষ্ঠা: ২৪৭] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বিভাস- তাল চৌতাল। পৃষ্ঠা: ২৪৭] [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। গান ২৯৩। রাগিণী বিভাস- তাল চৌতাল। পৃষ্ঠা ২৯৪-২৯৫] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩২-১৩৩] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়: পূজা, উপবিভাগ: জাগরণ ২৬
, পৃষ্ঠা: ১১৮] [নমুনা]অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ২৮৯। উপবিভাগ: জাগরণ: ২৬।
গীতিচর্চ্চা [বিশ্বভারতী, পৌষ ১৩৩২ বঙ্গাব্দ। গান সংখ্যা ৪০। পৃষ্ঠা ২৭] [নমুনা]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৬৩-১৬৪] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ) । বিভাস-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের নবম গান। পৃষ্ঠা ২৯-৩০। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (অগ্রহায়ণ ১৮০৬ শকাব্দ , ১২৯১ বঙ্গাব্দ)। রাগিণী-বিভাস, তাল-চৌতাল। পৃষ্ঠা: ১৪৩। [নমুনা]
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি
প্রকাশের কালানুক্রম:
১২৯১ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে তত্ত্ববোধনী পত্রিকায় এই গানটি প্রকাশিত
হয়েছিল।
এরপর
যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
রবিচ্ছায়া
(১২৯২
বঙ্গাব্দ),
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(১৩০০
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ '১৩১৬ বঙ্গাব্দ'
ও
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ)
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ), কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ) ও
রাগ : বিভাস। তাল: চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৬।]