২৩
বৎসর অতিক্রান্ত বয়স
২৫ বৈশাখ ১২৯১ বঙ্গাব্দ থেকে ২৪
বৈশাখ ১২৯২ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৮৮৩- ৬ মে ১৮৮৪ খ্রিষ্টাব্দ)
১২৯১
বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে রবীন্দ্রনাথের 'শৈশব সঙ্গীত' নামক কাব্যগ্রন্থ
প্রকাশিত হয়। এই গ্রন্থের 'অপ্সরার প্রেম' নামক কবিতার সাথে প্রকাশিত হয়-
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
[প্রেম
ও প্রকৃতি-১১]
[তথ্য]
এই গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। প্রকাশকালের সময়ে রবীন্দ্রনাথের বয়স
ছিল-
২৩ বৎসর ১ মাস।
১২৯১ বঙ্গাব্দের ১৮ আষাঢ় তারিখে প্রকাশিত হয় ভানুসিংহ ঠাকুরের পদাবলী
গ্রন্থটি। উল্লেখ্য
ভানুসিংহের কবিতা হিসাবে ১৩টি কবিতা
ভারতী
পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ১২৯১ বঙ্গাব্দের আষাঢ় মাসে উল্লিখিত
১৩টি
কবিতাসহ
মোট ২১টি কবিতা নিয়ে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, তার নাম দেওয়া হয়
ভানুসিংহ ঠাকুরের
পদাবলী।
এই
গ্রন্থটির প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল— ২৩ বৎসর ২ মাস।
এই গ্রন্থের
সূত্রে নতুন যে ৮টি গান
প্রকাশিত
হয়েছিল সেগুলো হলো—
১.
বসন্ত আওল রে [ভানুসিংহঠাকুরের
পদাবলী-১]
[তথ্য]
২.
শুন লো
শুন
লো বালিকা
[ভানুসিংহঠাকুরের পদাবলী-২]
[তথ্য]
৩.
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-৩] [তথ্য]
৪.
শ্যাম রে, নিপট কঠিন মন তোর
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-৪] [তথ্য]
৫.
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-৩] [তথ্য]
৬.
বঁধুয়া, হিয়া-’পর আও রে
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-৬] [তথ্য]
৭.
শুন, সখি, বাজই বাঁশি [ভানুসিংহঠাকুরের
পদাবলী-৭]
[তথ্য]
৮. শ্যাম, মুখে তব মধুর অধরমে
তত্ত্ববোধিনী পত্রিকার ভাদ্র সংখ্যায় দুটি গান প্রকাশিত হয়েছিল। এই গান দুটির
রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। প্রকাশকালের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৩ বৎসর
৪ মাস। এই গান দুটি হলো—
১. চলিয়াছি গৃহপানে
[পূজা
ও প্রার্থনা-২১] [তথ্য]
২.
দুখ দিয়েছ,
দিয়েছ ক্ষতি নাই [পূজা-২৩২]
[তথ্য]
তত্ত্ববোধিনী পত্রিকার
ভাদ্র-আশ্বিন সংখ্যায় ১টি গান প্রকাশিত হয়েছিল। এই গান দুটির রচনাকাল সম্পর্কে কিছু
জানা যায় না। প্রকাশকালের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৩ বৎসর ৪-৫ মাস। এই গানটি
হলো—
তোরা বসে গাঁথিস মালা [প্রেম
ও প্রকৃতি-৪] [তথ্য]
১২৯১ বঙ্গাব্দের ৬ আশ্বিন তারিখে ব্রাহ্ম সমাজের প্রথম মাসিক উপাসনা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠান উপলক্ষে রবীন্দ্র দুটি ব্রহ্মসঙ্গীত রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ২৩ বৎসর ৫ মাস। গান দুটি হলো—
তাঁহারে
আরতি
করে চন্দ্র তপন [পূজা-৪৭৫]
[তথ্য]
তাঁহার আনন্দধারা
জগতে [পূজা ও
প্রার্থনা-৩৬] [তথ্য]
১২৯১ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে তত্ত্ববোধনী পত্রিকায় ১০টি গান প্রকাশিত হয়েছিল। এই
গানগুলোর রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।
ধারণা করা হয়, এই গানটি পত্রিকা প্রকাশের কিছু আগে অর্থাৎ কার্তিক মাসে রচিত
হয়েছিল। এই সময়- রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৩ বৎসর ৬ মাস।
গানগুলো হলো—
১.
ওঠো ওঠো রে- বিফলে প্রভাত বহে যায় যে [পূজা-২৮৯]
[তথ্য]
২. দিন তো চলি
গেল, প্রভু
[পূজা
ও প্রার্থনা-২২] [তথ্য]
৩.
ভবকোলাহল ছাড়িয়ে
[পূজা
ও প্রার্থনা-২৩]
[তথ্য]
৪
আঁধার রজনী পোহাল[পূজা-৩৩০]
[তথ্য]
৫. আঁখিজল
মুছাইলে জননী [পূজা-৪৯৯]
[তথ্য]
৬.
ডুবি অমৃতপাথারে- যাই ভুলে চরাচর [পূজা-৩৭২]
[তথ্য]
৭. অসীম
কালসাগরে ভুবন ভেসে চলেছে [পূজা-৪৪৭]
[ তথ্য]
৮.
এখনো আঁধার
রয়েছে হে নাথ [পূজা-৪৩৬]
[তথ্য]
৯. দেখা যদি
দিলে [পূজা ও
প্রার্থনা-২৬] [তথ্য]
১০. দিন তো চলি গেল, প্রভু
[পূজা
ও প্রার্থনা-২২] [তথ্য]
১২৯১ বঙ্গাব্দের পৌষ মাসে তত্ত্ববোধনী পত্রিকায় ১টি গান প্রকাশিত হয়েছিল। এই গানটির
রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। এই গানটি প্রকাশের সময়- রবীন্দ্রনাথের বয়স ছিল-
২৩ বৎসর ৮ মাস । গানগুলো হলো—
আমি জেনে শুনে তবু ভুলে বসে আছি।[পূজা-৪০৪]
[পূজা ও
প্রার্থনা-৬৩] [তথ্য]
বিভিন্ন সাময়িকীতে ১২৯১ বঙ্গাব্দের মাঘ মাসে ৩টি গান প্রকাশিত হয়েছিল। এই গানগুলোর
রচনাকাল সম্পর্কে জানা যায় না। এই গানগুলোর প্রকাশের সময়কাল—
রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৩ বৎসর ৯ মাস । গানগুলো হলো—
তত্ত্ববোধিনী, মাঘ ১২৯১।
তুমি ছেড়ে ছিলে,
ভুলে ছিলে ব'লে [পূজা-৩৯৭]
[তথ্য]
মাঝে মাঝে তব দেখা পাই [পূজা-৩৯৪,পূজা ও প্রার্থনা-৬৮] [তথ্য]
প্রচার, মাঘ ১২৯১
বাঁশরি বাজাতে চাহি [প্রেম-৩০৫]
[তথ্য]
১২৯১
বঙ্গাব্দের ১১ মাঘ [শুক্রবার ২৩ জানুয়ারি] তারিখে আদি ব্রাহ্মসমাজের পঞ্চপঞ্চাশ
সাংবৎসরিক সভা অনুষ্ঠিত হয়।
ওই উৎসবের প্রাতঃকালীন ও সায়ংকালীন
উপাসনায় এবং অন্তঃপুরিকাদের ব্রহ্মোৎসবে রবীন্দ্রনাথের রচিত মোট ২৪টি ব্রহ্মসঙ্গীত
পরিবেশিত হয়েছিল। এর মধ্যে ১০টি গান আদি ব্রাহ্মসমাজ গৃহে প্রাতঃকালীন উপাসনায়,
১১টি গান মহর্ষিভবনে সায়ংকালীন উপাসনায় এবং ৩টি গান
মহর্ষিভবনের অন্তঃপুরে মহিলাদের ব্রহ্মোৎসবে গীত হয়। এর ভিতরে তিনটি গান পূর্বের
রচনা ছিল। বাকি ২১টি গানের তালিকা দেওয়া হলো। উল্লেখ এই সময় রবীন্দ্রনাথের বয়স
ছিল- ২৩ বৎসর ৯ মাস।
প্রাতকালীন অধিবেশনে পরিবেশিত গান
১. ওহে দয়াময়, নিখিল-আশ্রয় [পরিশিষ্ট-৩] [তথ্য]
২. তাঁহার প্রেমে ডুবে [পূজা ও প্রার্থনা-২৪] [তথ্য]
৩. তবে কি ফিরিব ম্লানমুখে সখা [পূজা ও প্রার্থনা-২৫] [তথ্য]
৪. দুখ দূর করিলে [পূজা ও প্রার্থনা-২৭] [তথ্য]
৫. এ মোহ-আবরণ খুলে দাও, দাও হে [পূজা-৪২৩] [তথ্য]
৬. দাও হে হৃদয় ভরে দাও [পূজা ও প্রার্থনা-২৮] [তথ্য]
৭. সখা, মোদের বেঁধে রাখো [পরিশিষ্ট ৩] [তথ্য]
৮. এ কি অন্ধকার এ ভারতভূমি! [জাতীয় সংগীত-৪] [তথ্য]
৯. এসেছে সকলে কত আশে [পূজা-৩০২] [তথ্য]
১০. ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে [পূজা ও প্রার্থনা-৩০] [তথ্য]
সায়ংকালীন অধিবেশনে পরিবেশিত গান
১১. চলেছে তরণী প্রসাদপবনে [পূজা ও প্রার্থনা-৩১] [তথ্য]
১২. এ পরবাসে রবে কে হায় [পূজা-৪৩৫] [তথ্য]
১৩. তুমি ধন্য ধন্য হে [পূজা-৪৭৪] [তথ্য]
১৪. দুয়ারে বসে আছি, প্রভু [পূজা ও প্রার্থনা-২৯] [তথ্য]
১৫. বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় [পূজা-৩৮১] [তথ্য]
১৬. তোমায় যতনে রাখিব হে [পূজা ও প্রার্থনা-৩৩] [তথ্য]
১৭. সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে [পূজা-৪২০] [তথ্য]
১৮. পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও [পূজা ও প্রার্থনা-৩২] [তথ্য]
মহর্ষিভবনের অন্তঃপুরে মহিলাদের ব্রহ্মোৎসবে পরিবেশিত গান
১৯. আইল আজি প্রাণসখা [পূজা ও প্রার্থনা-৩৪] [তথ্য]
২০. আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে [পূজা-৪৬৩] [তথ্য]
২১. শোনো শোনো আমাদের ব্যথা [জাতীয় সংগীত-৩] [তথ্য]
১২৯১ বঙ্গাব্দের চৈত্র
মাসের শেষে আদি ব্রাহ্মসমাজের নববর্ষ উৎসবের জন্য রবীন্দ্রনাথ তিনটি গান রচনা
করেন। এই গানগুলো তত্ত্ববোধনী পত্রিকার 'বৈশাখ ১৯৯২' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই গান তিনটি হলো-
দীর্ঘ জীবনপথ, ভকত দুঃ খতাপ [পূজা-২৫০]
[তথ্য]
দুখের কথা তোমায় বলিব না
[পূজা
ও প্রার্থনা-৩৫] [তথ্য]
গাও বীণা-বীণা,
গাও
রে [পূজা-৪৫৮]
[তথ্য]
১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাসে রবীন্দ্রনাথের রবিচ্ছায়া গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গীতবিতান কালানুক্রমিক সূচী (ডিসেম্বর ২০০৩) গ্রন্থে রবিচ্ছায়া-য় মুদ্রিত গানের যে তালিকা দেওয়া হয়েছে- তার ২৯৫ সংখ্যক গান 'ছেলে খেলা কোরো না' রবীন্দ্রনাথের রচিত নয় এবং ৩০১ সংখ্যক কবিতা 'মায়ের বিমল যশে যে সন্তান অরপিবে' গান নয় বলে বর্জন করা হলো। এছাড়া বাকি ৩৭টি নতুন গানের তালিকা দেওয়া হলো। উল্লেখ্য এই গানগুলোর রচনাকাল সুনির্দিষ্টভাবে জানা যায় না। রবিচ্ছায়া প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৩ বৎসর ১২ মাস।
১.
চরাচর সকলই মিছে
মায়া [প্রেম ও প্রকৃতি ২৮]
[তথ্য]
২.
সেই তো বসন্ত ফিরে এল [প্রকৃতি-২৭৮]
[তথ্য]
৩.
খুলে দে তরণী,
খুলে দে তোরা [প্রেম ও
প্রকৃতি ১৪] [তথ্য]
৪.
এ কী হরষ হেরি কাননে [প্রেম
ও প্রকৃতি ১৫] [তথ্য]
৫. যে ফুল ঝরে সেই তো ঝরে
[প্রেম-৩৮৭] [তথ্য]
৬.
কেন এলি রে, ভালোবাসিলি [মায়ার খেলা]
৭.
অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার [প্রেম
ও প্রকৃতি ৪৩] [তথ্য]
৮.
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া [প্রেম
ও প্রকৃতি ২০] [তথ্য]
৯.
দেখায়ে দে কোথা আছ [প্রেম
ও প্রকৃতি ৩৩] [তথ্য]
১০.
গা
সখী, গাইলি যদি [প্রেম ও
প্রকৃতি ৩৫] [তথ্য]
১১. সেই যদি সেই যদি [প্রেম
ও প্রকৃতি ৩১] [তথ্য]
১২.
একবার বলো, সখী [প্রেম
ও প্রকৃতি ১৯] [তথ্য]
১৩. এ
ভালোবাসার যদি দিতে প্রতিদান [প্রেম
ও প্রকৃতি ২২] [তথ্য]
১৪.
ওকি সখা, কেন মোরে [প্রেম
ও প্রকৃতি ২৩] [তথ্য]
১৫.
গেল গেল
নিয়ে গেল [প্রেম
ও প্রকৃতি-১৭][তথ্য]
১৬.
ওকি সখা, মুছ আঁখি
[প্রেম
ও প্রকৃতি ২৪] [তথ্য]
১৭. না সজনী, না [পরিশিষ্ট
৩] [তথ্য]
১৮. ওকে কেন কাঁদালি
[প্রেম ও প্রকৃতি ২৬]
[তথ্য]
১৯. যাই যাই, ছেড়ে দাও [প্রেম
ও প্রকৃতি ৪২] [তথ্য]
২০. বলো দেখি, সখী লো (সখি বলো দেখি লো)
[প্রেম-৩৭৬] [তথ্য]
২১. হল না লো, হল না, সই [প্রেম-৩৯০]
[তথ্য]
২২.
হা সখী, ও আদরে আরো বাড়ে [পূজা
ও প্রকৃতি ২৫] [তথ্য]
২৩.
হৃদয়ের মণি আদরিণী মোর [প্রেম
ও প্রকৃতি ১৩] [তথ্য]
২৪.
সহে না যাতনা [প্রেম
ও প্রকৃতি ৪১] [তথ্য]
২৫.
এমন আর কতদিন চলে যাবে
[পরিশিষ্ট-৩]
[তথ্য]
২৬.
দাঁড়াও, মাথা খাও [প্রেম
ও প্রকৃতি ৪৭] [তথ্য]
২৭. সখা হে, কী দিয়ে আমি
[প্রেম ও প্রকৃতি ৩৯] [তথ্য]
২৮.
এতদিন পরে, সখী
[প্রেম ও প্রকৃতি ২৭] [তথ্য]
২৯.
পুরানো সেই দিনের কথা [প্রেম
ও প্রকৃতি ৩৪] [তথ্য]
৩০. দুজনে
দেখা হল [প্রেম ও প্রকৃতি ৩২]
[তথ্য]
৩১. কেমনে শুধিব বলো [প্রেম
ও প্রকৃতি
২১]
[তথ্য]
৩২.
ফুলটি ঝরে গেছে রে [প্রেম
ও প্রকৃতি ৩৮] [তথ্য]
৩৩. সকলই
ফুরাইল [প্রেম ও প্রকৃতি ৩৭]
[তথ্য]
৩৪.
দুটি
প্রাণ এক ঠাঁই
[আনুষ্ঠানিক-৪]
[তথ্য]
৩৫.
শুভদিনে
শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
[আনুষ্ঠানিক
সংগীত-৬] [তথ্য
৩৬.
ও গান আর গাস্ নে [প্রেম
ও প্রকৃতি ৩৬] [তথ্য]
৩৭. আজি কাঁদে কারা
ওই [আনুষ্ঠানিক সংগীত-১]
[তথ্য]