বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
আজি কাঁদে কারা ওই শুনা যায়
পাঠ ও পাঠভেদ:
আজি কাঁদে কারা ওই শুনা যায়, অনাথেরা কোথা করে হায়-হায়,
দিন মাস যায়, বরষ ফুরায়- ফুরাবে না হাহাকার?।
ওই কারা চেয়ে শূন্য নয়ানে সুখ-আশা-হীন নববর্ষ-পানে,
কারা শুয়ে শুষ্ক ভূমিশয়ানে- মরুময় চারি ধার॥
আশ্বাসবচন সকলেরে ক’য়ে এসেছিল বর্ষ কত আশা লয়ে,
কত আশা দ’লে আজ যায় চ’লে- শূন্য কত পরিবার।
কত অভাগার জীবনসম্বল মুছে লয়ে গেল, রেখে অশ্রুজল-
নব বরষের উদয়ের পথে রেখে গেল অন্ধকার॥
হায়, গৃহে যার নাই অন্নকণা মানুষের প্রেম তাও কি পাবে না-
আজি নাই কি রে কাতরের তরে করুণার অশ্রুধার।
কেঁদে বলো, ‘নাথ, দুঃখ দূরে যাক, তাপিত ধরার হৃদয় জুড়াক-
বর্ষ যদি যায় সাথে লয়ে যাক বরষের শোকভার।’
তথ্যানুসন্ধান
		
		ক. 
			রচনাকাল ও স্থান: 
		এই 
		গানটির 
		
      	রচনার সুনির্দিষ্ট তারিখ স্থানের পরিচয় জানা যায় না।
		১২৯২ 
বঙ্গাব্দের বৈশাখ  মাসে রবীন্দ্রনাথের রবিচ্ছায়া গ্রন্থটি প্রকাশিত 
		হয়েছিল। 
		রবিচ্ছায়া 
		প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল-  
		 ২৩ বৎসর  ১২ মাস। 
		
		উল্লেখ্য, বর্ধমানের 
		দুর্ভিক্ষ উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন।
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল:
রাগ: বেহাগ। (স্বরলিপি নেই)। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।