বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: দীর্ঘ জীবনপথ,
কত দুঃখতাপ
পাঠ ও পাঠভেদ:
দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন-
গেয়ে চলি তবু তাঁর করুণার গান ॥
খুলে রেখেছেন তাঁর অমৃতভবনদ্বার-
শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান ॥
অনন্তের পানে চাহি আনন্দের গান গাহি-
ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে।
অনন্ত আলয় যার কিসের ভাবনা তার-
নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্রিয়মাণ ॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে জানা যায় নি। গানটি প্রথম
সাধারণ ব্রহ্মসমাজ যন্ত্র থেকে ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত
রবিচ্ছায়া
নামক সঙ্গীত-সংকলনের পরিশষ্টে অন্তর্ভুক্ত হয়েছিল। ধারণা করা
মূলগ্রন্থটি প্রকাশের সকল কাজ শেষ হওয়ার পর, পরিশিষ্টে এই গানটি-সহ ৪টি গান
যুক্ত করা হয়েছিল। এ
থেকে মনে হয়,
গানটি
রবিচ্ছায়া
প্রকাশের কিছু আগে রচিত হয়েছিল।
রবিচ্ছায়া
প্রকাশের অবসরে, তত্ত্ববোধিনী পত্রিকার 'বৈশাখ ১২৯২ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত
হয়েছিল নববর্ষের গান হিসেবে। এই কারণে ধরে নেওয়া যেতে পারে গানটি
নববর্ষের গান হিসেবেই রচিত হয়েছিল। উভয় সূত্র থেকে মনে হয়, রবীন্দ্রনাথ
১২৯১ বঙ্গাব্দের চৈত্র মাসে রচনা করেছিলেন।
কিন্তু প্রভাতকুমার মুখোপাধ্যায়
তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী' গ্রন্থে এ গানটির প্রাসঙ্গিক
বিষয় সম্পর্কে লিখেছেন,- ১২৯১ বৈশাখ ৮ তারিখে কাদম্বরী
দেবীর মৃত্যু দিন। সম্ভবত এইদিন স্মরণে গানটি রচনা করেন।'
সব মিলিয়ে আমরা গানটির রচনাকাল ধরে নিতে পারি- ১২৯১ বঙ্গাব্দের চৈত্র মাস। এই
সময় রবীন্দ্র বয়স ছিল ২৩ বৎসর অতিক্রান্ত বয়সের শেষাংশ।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০। ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা: ১৭৫ ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা: ২২৫-২২৬] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী আসাবরী-তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৬০][নমুনা]
গান
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী-আসাবর, তাল- ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৭১-২৭২]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস,
১৯০৯ খ্রিষ্টাব্দ,
১৩১৬ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী আসাবরী-তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৮৮] [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। রাগিণী আসাবরি- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা ৩৬৩-৩৬৪] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৫৬]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পূজা। আশ্বাস ১০। পৃষ্ঠা ১০৫] [নমুনা]
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ২৬-২৭। [নমুনা]
পত্রিকা:
রেকর্ড: রেকর্ড সূত্র নাই
প্রকাশের কালানুক্রম: ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাসে তত্ত্ববোধিনী পত্রিকা এবং রবিছায়া গ্রন্থের সাথে প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০ বঙ্গাব্দ), কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ), কাব্য-গ্রন্থ অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ), গান প্রথম সংস্করণ (১৩১৫ বঙ্গাব্দ) ও দ্বিতীয় সংস্করণ (১৩১৬ বঙ্গাব্দ।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: রাগ-আসাবরি। তাল-ঝাঁপতাল। [স্বরবিতান-৮, তত্ত্ববোধিনী]
সুর ও তাল:
বিষায়াঙ্গ: ব্রহ্মসংগীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: দা।
লয়: মধ্যলয়।