শুন, সখি, বাজই বাঁশি
শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি।
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ, চঞ্চল যমুনাবারি,
কুসুমসুবাস উদাস ভইল, সখি, উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিতগতি,
শরম ভরম গয়ি দূর।
নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয় পুলকপরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,
সো কি হমারি শ্যাম॥
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারি নাম।
কত কত যুগ, সখি, পুণ্য করনু হম,
দেবত করনু ধেয়ান,
তব ত মিলল, সখি, শ্যামরতন মম—
শ্যাম পরানক প্রাণ।
শুনত শুনত তব্ মোহন বাঁশি, জপত জপত তব্ নামে,
সাধ ভইল ময়্ প্রাণ
মিলায়ব চাঁদ-উজল যমুনামে!
‘চলহ তুরিতগতি, শ্যাম চকিত অতি—
ধরহ সখীজন-হাত
নীদমগন মহী, ভয় ডর কছু নহি, ভানু চলে তব সাথ।’
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: গীতবিতানে গৃহীত পাঠের সাথে রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ডে গৃহীত পাঠের পার্থক্য রয়েছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯১ বঙ্গাব্দের ১৮ আষাঢ় তারিখে প্রকাশিত হয় ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থটি। ভারতী পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত ১৩টি কবিতা ও নতুন ৮টি কবিতা নিয়ে— ১২৯১ বঙ্গাব্দের আষাঢ় মাসে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই গ্রন্থটির প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৩ বৎসর ২ মাস। আলোচ্য গানটি এই গ্রন্থেই প্রথম প্রকাশিত হয়।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭। বেহাগ (সূচীপত্র)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের ২৩ বৎসর ২ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভানুসিংহ ঠাকুরের পদাবলীর গানগুলি রচনার প্রেক্ষাপট এবং গানগুলির উচ্চারণের বিষয়ে- 'গহন কুসুমকুঞ্জ-মাঝে' -এর প্রাসঙ্গিক পাঠে আলোচনা করা হয়েছে।
দেখুন : গহন কুসুমকুঞ্জ-মাঝে [ভানুসিংহঠাকুরের পদাবলী-৮] [তথ্য]
স্বরলিপি: স্বরলিপি নেই।
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ: বেহাগ । [অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (সূচীপত্র) (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩)।]
রাগ :
বেহাগ। (স্বরলিপি
নেই) [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৭৮।
[রবীন্দ্রনাথের
কীর্তনাঙ্গের গানের তালিকা]
রাগ: বেহাগ। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৫।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর:
লয়: