বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: দুটি
প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: আনুষ্ঠানিক পর্যায়ের চতুর্থ গান।
দুটি
প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি,
শুভকার্যে
জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি॥
এ জগত
চরাচরে বেঁধেছ যে প্রেমডোরে
সে প্রেমে
বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি॥
তোমারি
আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে,
তোমারি
আশিস-বলে এড়াইবে মায়ামোহে।
সাধিতে
তোমার কাজ দুজনে চলিবে আজ,
হৃদয়ে
মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি
॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: ১২৯২
বঙ্গাব্দের বৈশাখ মাসে রবীন্দ্রনাথের রবিচ্ছায়া গ্রন্থটি প্রকাশিত হয়েছিল।
এই গ্রন্থে নতুন সংযোজিত হয়েছিল ৩৭টি। এর ভিতরে এই গানটি ব্রহ্মসঙ্গীত বিভাগে গৃহীত
হয়েছিল। গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় না। ধারণা করা হয়, গানটি ১২৯১
বঙ্গাব্দের কোনো এক সময়ে রচিত। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৩ বৎসর।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরাণী ।
[পাণ্ডুলিপি থেকে সংকলিত]
-
সুর ও তাল:
-
স্বরবিতান
পঞ্চপঞ্চাশত্তম (৫৫) খণ্ডের (চৈত্র ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।৩।২।৩ মাত্রা ছন্দে 'ঝাঁপতালে' তালে নিবদ্ধ।
[নমুনা]
-
রাগ: সাহানা তাল:
ঝাঁপতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬]
পৃষ্ঠা: ৫৯।
-
রাগ: সাহানা তাল:
ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৩।
-
গ্রহস্বর-ধা ।
লয়-মধ্য