বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
গানগুলি মোর শৈবালেরই দল
পাঠ ও পাঠভেদ:
গানগুলি মোর শৈবালেরই দল–
পাণ্ডুলিপির
পাঠ:
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল॥
ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে–
চিহ্ন কিছুই
যায় না রেখে, পায় না কোনো ফল॥
ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই,
ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই ।
উদাস ওরা উদাস করে গৃহহারা
পথের স্বরে,
ভুলে-যাওয়ার স্রোতের ’পরে করে টলোমল॥
এই গানটির আদি রূপ পাওয়া যায়- বলাকা কাব্যের ১৫ সংখ্যক কবিতায়।
RBVBMS 131-তে এই পাঠের নমুনা রয়েছে
[নমুনা]।
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
RBVBMS 131-তে লিখিত এই গানের আদি পাঠের রচনার তারিখ ও স্থান উল্লেখ
আছে- '২৭ পৌষ/সুরুল'। পরে এই শান্তিনিকেতনে পাঠটির পরিবর্তন করেছিলেন ১৩২৯
বঙ্গাব্দের ২৯
মাঘ [১২ ফেব্রুয়ারি ১৯২৩ খ্রিষ্টাব্দ]। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬১
বৎসর
৯ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর প্রেম (উপ-বিভাগ : গান-৫) পর্যায়ের ৫ সংখ্যক গান।
গীতিচর্চ্চা (পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)।
প্রবাহিনী (অগ্রহায়ণ ১৩৩২ বঙ্গাব্দ)। গীতগান ২২। পৃষ্ঠা: ১৭-১৮। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
বসন্ত (ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ)। কবি'র গান। রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ সংস্করণ)
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডের (সংস্করণ চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)১৩ সংখ্যক গান।
বাণী অংশ: পৃষ্ঠা ২২। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৬৮-৬৯
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ষষ্ঠ
(৬, বসন্ত) খণ্ডে (সংস্করণ
চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)
গৃহীত স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে
কাহারবা
তালে নিবদ্ধ।
[স্বরলিপি]
রাগ: কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
রাগ: কাফি। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৪৯।
রাগ: কাফি। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৮।
গ্রহস্বর : পা।
লয় : দ্রুত।