সহসা ডালপালা তোর উতলা যে ও চাঁপা, ও করবী!
কারে তুই দেখতে পেলি আকাশ-মাঝে জানি না যে ॥
কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে, ও চাঁপা, ও করবী!
কার নাচনের নূপুর বাজে জানি না যে॥
তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে।
কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে।
কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে, ও চাঁপা, ও করবী!
কে সাজালে রঙিন সাজে জানি না যে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ২৭ মাঘ ১৩২৯ বঙ্গাব্দ [১০ ফেব্রুয়ারি ১৯২৩]। শান্তিনিকেতন। গানটি রবীন্দ্রনাথের ৬১ বৎসর ৯ মাস বয়সের রচনা।
গীতিচর্চা (পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)।
(ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ)। ঋতুরাজের পরিচরবর্গের গান।
রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ সংস্করণ)শারদোৎসব (ভাদ্র ১৩২৯ বঙ্গাব্দ)।
ঋতু-উৎসব (১৩৩৩)। বসন্ত -অংশে মুদ্রিত।
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডের (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) ৭ সংখ্যক গান। বাণী অংশ : পৃষ্ঠা ১৭। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৪৯-৫১।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: ১৩৩৫
বঙ্গাব্দে শান্তিনিকেতনে অনুষ্ঠিত 'বসন্তোৎসব'-এ গানটি পরিবেশিত হয়।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ড (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩)]
সুর ও তাল:
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৩।৩ ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ : বেহাগ। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮১।
রাগ: বেহাগ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪১।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।